29/11/2023 : 5:40 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

স্বামী বিবেকানন্দের পূর্ণাঙ্গ মূর্তি স্থাপন মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১২ জানুয়ারী ২০২৩:


১২ জানুয়ারি। স্বামী বিবেকানন্দের জন্মদিন। দেশ আজ স্বামীজির ১৬০ তম জন্মবার্ষিকী পালন করছে। আজকের দিনটিকে জাতীয় যুব দিবস হিসেবেও পালন করা হয়। স্বামীজি যুব সমাজের মেরুদণ্ড শক্ত করতে, যে কথা, যে বাণী দিয়েছিলেন, তা আজও প্রাসঙ্গিক।

বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দ জন্ম জয়ন্তী পালন উপলক্ষ্যে মেমারি পৌর সভার উদ‍্যোগে মেমারি চকদিঘী মোড় জিটি রোড চৌমাথার মোড় এলাকায় পূর্ণাঙ্গ বিবেকানন্দ মূর্তি স্থাপন করা হয় এবং শ্রদ্ধা ও ভক্তির সাথে মাল্যদান করা হয়।

নব নির্মিত পূর্ণাঙ্গ মূর্তির উন্মোচন করেন মেমারি পৌর সভার চেয়ারম্যান স্বপন বিষয়ী ও উপ পৌর প্রধান সুপ্রিয় সামন্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেশ কয়েকটি ওয়ার্ডের কাউন্সিল, পৌরকর্মীবৃন্দ ও বিশিষ্টজনেরা।

 

 

Related posts

শ্রদ্ধার সাথে হুল দিবস পালন কালনায়

E Zero Point

আউসগ্রামে অনাদৃত প্রখ্যাত বাউল শিল্পী ক্ষ্যাপা গৌড়

E Zero Point

মেমারি স্টেশনে দেখতে পাবেন বন্দে ভারত এক্সপ্রেস!!!

E Zero Point

মতামত দিন