27/04/2024 : 7:30 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

জামালপুরে চলছে সবুজ সৃজনী মেলা

জিরো পয়েন্ট নিউজ, জামালপুর, ২ ফেব্রুয়ারি ২০২৩:


পূর্ব বর্ধমানের জামালপুরের অমরপুরে রায় বাহাদুর মন্মথ পালের স্মৃতির উদ্দেশ্যে কৃষি, পুষ্প, হস্ত শিল্প মেলা শুরু হয়েছে গত মঙ্গলবার থেকে। সবুজ সৃজনী মেলা চলবে আগামী ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত।

মেলা উদ্বোধন করেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি ও জামালপুরের তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য মেহেমুদ খান, আই এন টি টি ইউ সির সভাপতি তাবারক আলী মন্ডল, বিশিষ্ট সঙ্গীত শিল্পী বিজন গঙ্গোপাধ্যায়, স্থানীয় হাই স্কুলের প্রধান শিক্ষক গৌতম চ্যাটার্জী, সহ স্থানীয় বিশিষ্ট মানুষরা।

সাতদিন ব্যাপী এই মেলায় এক দিকে যেমন রয়েছে কৃষি,পুষ্প ও হস্ত শিল্প প্রদর্শনী ছাড়া থাকছে সঙ্গীত, নৃত্য, বসে আঁকা, কুইজ সহ বিভিন্ন প্রতিযোগীতা। এছাড়াও থাকবে যাত্রানুষ্ঠান। কর্তৃপক্ষের পক্ষ থেকে জানা যায় মেলা উপলক্ষ্যে করা হবে রক্তদান শিবির।

Related posts

প্রয়াত চিত্র সাংবাদিক কৌশিক মুখার্জী

E Zero Point

বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মেমারিতে, দুই শিশু সহ মৃত ৩

E Zero Point

এসবিএসটিসি-র বর্ধমান ডিপো কমিটির সম্পাদক প্রয়াত

E Zero Point

মতামত দিন