25/04/2024 : 5:26 AM
IPL2023ট্রেন্ডিং নিউজ

IPL2023: এটাই কি তবে ধোনির শেষ আইপিএল?

জিরো পয়েন্ট নিউজ, বিশেষ সংবাদাতা, ২০ মার্চ ২০২৩:


মহেন্দ্র সিং ধোনি ২০০৮ সাল আইপিএলের প্রথম সংস্করণ থেকে চেন্নাই সুপার কিংসের সাথে রয়েছেন। ২০১৬ সালে, যখন সিএসকে  ২ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিল, ধোনি রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেন। অন্যদিকে, যদি আইপিএল ২০২২-এর শুরুর ৬ টি ম্যাচ বাদ দেওয়া হয়, তবে শুধুমাত্র ধোনিই সিএসকেএর অধিনায়ক ছিলেন। তবে গত মরসুমে চেন্নাই সুপার কিংস রবীন্দ্র জাদেজাকে দলের অধিনায়ক করেছিল। কিন্তু ৬ ম্যাচে অধিনায়কত্বের পর আবার ধোনিকে অধিনায়ক করা হয়।

চেন্নাই সুপার কিংসের অধিনায়ক এমএস ধোনি আইপিএল ২০২৩-র প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে এই লীগ। আইপিএল ২০২৩-এর প্রথম ম্যাচটি হবে গুজরাট টাইটানস এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে। তবে সিএসকে অধিনায়ক এমএস ধোনির  জন্য এটাই শেষ আইপিএল হতে পারে বলেই বেশ কিছুদিন ধরে চলেছে জোর কদমে চর্চা।

তবে দলের ফাস্ট বোলার দীপক চাহার জানিয়েছেন, ‘২০২৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ধোনির জন্য শেষ মরসুম হতে চলেছে কিনা তার কোনও নিশ্চয়তা নেই’। ২০২২ সালে, যখন ধোনিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি ২০২৩ টুর্নামেন্ট খেলতে আসবেন কিনা, তিনি বলেছিলেন যে তিনি অবশ্যই খেলবেন।’

দীপক চাহার ২০১৮ সাল থেকে চেন্নাই সুপার কিংসের অংশ। তিনি বলেছেন যে ‘ধোনিকে কখন অবসর নিতে হবে তা বলার দরকার নেই। দীপকের মতে, ‘ধোনি জানেন কখন অবসর নিতে হবে। টেস্ট ও আন্তর্জাতিক ক্রিকেটে তিনি কখন এটা করেছেন তা আমরা দেখেছি। আমি আশা করি সে খেলা চালিয়ে যাবে। তার নেতৃত্বে খেলাটা সৌভাগ্যের ব্যাপার। তার সঙ্গে খেলা স্বপ্ন ছিল। আর সেটা পূরণ হচ্ছে।’

Related posts

সবুজ কুসুমের ডিম নিয়ে রহস্য ভেদ করলেন গবেষকরা, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

E Zero Point

জিরো পয়েন্ট লিটল ম্যাগাজিন

E Zero Point

দুয়ারে পঞ্চায়েত নির্বাচনঃ ২১ শে জুলাই “শহীদ মঞ্চ” থেকে দুর্নীতিবাজদের বিরুদ্ধে দল কি কঠোর হতে পারবে?

E Zero Point

মতামত দিন