04/05/2024 : 12:45 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

পাসপোর্টের জন্য ভুয়ো জন্ম সার্টিফিকেটঃ মেমারিতে গ্রেপ্তার ২

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২৯ মার্চ ২০২৩:


পাসপোর্ট তৈরি করার জন্য ভুয়ো জন্ম সার্টিফিকেট জমা দিয়েছিল ডিআইবি অফিসে। নকল সার্টিফিকেট ভেরিফিকেশনে ধরা পরতেই পূর্ব বর্ধমান জেলার মেমারি থেকে গ্রেপ্তার দুজন। ধৃতদের নাম তাহিদুল মল্লিক, বাড়ি বসতেপোতা এলাকায় এবং আমিরুল ইসলাম মিদ্দা ওরফে টফি, বাড়ি গয়েশপুর এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায় ২৪ মার্চ ধৃত দুজন পাসপোর্ট তৈরির জন্য বর্ধমান ডিআইবি অফিসে ভুয়ো জন্ম সার্টিফিকেট নকল করে জমা দেয়। ডিআইবি অফিসের আধিকারিকরা মেমারি থানায় ২৭ মার্চ লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ সোমবার সকালে তাদরে গ্রেপ্তার করে মঙ্গলবার সকালে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পাঠানো হলে বিচারক ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

 

Related posts

সরস্বতী পুজোর আনন্দে রক্তদান শিবির

E Zero Point

মেমারিতে রক্তদান শিবির

E Zero Point

মঙ্গলকোটের চানকে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

E Zero Point

মতামত দিন