20/06/2024 : 6:07 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

মামার বাড়ি বেড়াতে এসে, পুকুরের জলে ডুবে মৃত বালক

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মন্তেশ্বর, ৩১ মে ২০২৩:


পুজোয় মামার বাড়ি বেড়াতে এসে মায়ের সঙ্গে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক বালক ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুরের মন্তেশ্বর ব্লকের অন্তর্গত রাই গ্রামে।  মন্তেশ্বর ব্লকের অন্তর্গত সাহাপুর গ্রামে সূর্য বাগ নামে এক বালক মায়ের সঙ্গে মন্তেশ্বরে রাই গ্রামে মামার বাড়ি পুজো দেখতে আসে, আজ দুপুরে মায়ের সঙ্গে চার ভাই বোন পুকুরে স্নান করতে যায়, মায়ের একটি ফোন আশায় মা পুকুর ঘাট থেকে বাড়ির ভিতর চলে যায়। সেই সময় অসাবধানতায় পুকুরের জলে তলিয়ে যায় সূর্য বাগ, অনেক খোঁজাখুঁজির পর পুকুরের জল থেকে উদ্ধার করে ।


মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে চিকিৎসার জন্য, মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক দেখে মৃত বলে ঘোষণা করেন। মন্তেশ্বর থানা পুলিশ খবর পেয়ে মৃতদেহ থানায় নিয়ে যায়, এই খবর ছড়াতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related posts

নবজাতক-প্রসূতিকে  বাড়ি ফেরালো সাংবাদিকরা

E Zero Point

মেমারি পুর নির্বাচনে বামেদের প্রার্থী বদল

E Zero Point

পূর্ব বর্ধমানে বউ ফিরে পেতে ধর্নায় প্রথম পক্ষের স্বামী

E Zero Point

মতামত দিন