05/12/2023 : 7:55 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উদযাপন হবে মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১২ সেপ্টেম্বর ২০২৩:


আগামী ১৭ সেপ্টেম্বর রবিবার মেমারি কৃষ্টি প্রেক্ষাগৃহে প্রসিদ্ধ চলচ্চিত্রকার মৃণাল সেনের জন্ম শতবার্ষিকী উদযাপন হবে মেমারিতে। এই বিষয়ে মঙ্গলবার মেমারি তে মৃণালসেন জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি একটি প্রেসমিট করে। এই প্রেসমিটে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি ডা. অভয় সামন্ত, সম্পাদক দীপঙ্কর বিশ্বাস ও কোষাধ্যক্ষ তন্দ্রা বসু।

প্রেসমিটে ডা. অভয় সামন্ত জানান, ভারতে বিশিষ্ট চলচ্চিত্রকারদের মধ্যে মৃণাল সেন অন্যতম। এ বছর তার জন্মশতবার্ষিকীতে মেমারির সকল বিশিষ্ট জনের উদ্যোগে এই জন্মশতবার্ষীকি উদযাপনে করা হচ্ছে। রবিবার ১৭ সেপ্টেম্বর রবিবার মেমারি কৃষ্টি প্রেক্ষাগৃহে দুপুর ২টায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আলোচনা সভায় অংশগ্রহণ করবেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা কমলেশ্বর মুখোপাধ্যায় ও অধ্যাপক সুমন্ত বন্দ্যোপাধ্যায়। আলোচনা সভা শেষে মৃণাল সেনের চলচ্চিত্র চালচিত্র ও ভুবন সোম প্রদর্শন করা হবে।

এবিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সভাপতি জানান, বর্তমান সময়ে মৃণাল সেনের চলচ্চিত্রগুলি থেকে অনেক শিক্ষা নেওয়া যায়। সমাজের যুবদের জন্য মৃণাল সেনের চলচ্চিত্র প্রচার প্রসারের জন্য এই উদ্যোগ।

 

Related posts

সংবিধান দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির মেমারিতে

E Zero Point

মেমারি সেন্ট্রাল দুর্গাপূজা কমিটির উদ্যোগে বিজয়া সম্মিলনী

E Zero Point

জে পি নাড্ডা মালদায় বিজেপির সমাবেশে

E Zero Point

মতামত দিন