28/03/2024 : 10:03 PM
আমার বাংলাকলকাতা

মানবিক সিভিক ভলেন্টিয়ার কে পুরস্কৃত করল কলকাতা পুলিশ

জিরো পয়েন্ট নিউজ – সুব্রত দে, কলকাতা, ২৬ অগাষ্ট ২০২০:


হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের সিভিক ভলেন্টিয়ার মহম্মদ নিয়াজ উদ্দিন কে গত একুশে আগস্ট লকডাউনের দিনে কর্মরত অবস্থায় মানবিকতার জন্য পুরস্কৃত করল কলকাতা পুলিশ।

২১শে অগাস্ট লকডাউনে জনশূন্য হাওড়া ব্রিজে কর্তব্যরত অবস্থায় নিয়াজউদ্দিন ও কলকাতা পুলিশের অফিসাররা শুভেন্দু ভুক্ত নামের এক বাইক আরোহী কে থামান।তারা তাকে জিজ্ঞাসা করে জানতে পারেন যে শুভেন্দু বাবু তার একমাত্র ছেলে ১১ বছরের সুপ্রিয়র জন্য ব্লাড খুঁজছেন, কিন্তু কোনো ব্লাড ব্যাংকে রক্ত না পেয়ে তিনি বাধ্য হয়ে নিজের রক্তের বিনিময়ে ছেলের রক্ত কিনতে চেয়েছিলেন পদ্মপুকুর ব্লাড ব্যাংক থেকে।পথে দুর্ঘটনা ঘটায় তার জামা রক্তাক্ত হয়ে যায়,তার শরীর থেকেও অনেকটা রক্ত বেরিয়ে যায়।এই পরিস্থিতিতে এগিয়ে আসেন তরুণ গ্রীন পুলিশ মহম্মদ নিয়াজ উদ্দিন।কর্তব্যরত অফিসারের অনুমতি নিয়ে তিনি নিজে শুভেন্দু বাবু অসুস্থ পুত্রের জন্য “এ” পজেটিভ রক্ত দান করেন এবং পরিবর্তে শুভেন্দু বাবুর পুত্রের জন্য “ও” পজেটিভ রক্তের ব্যবস্থা করে দেন।


তার এই সাহসী ও মানবিক কাজের জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে যুগ্ম কমিশনার (ট্রাফিক)আজ মঙ্গলবার, তার হাতে স্মারক তুলে দিয়ে সম্মানিত করেন।আশা করা যায় কলকাতা পুলিশের এই উদ্যোগ আগামী ভবিষ্যতে অন্যদেরও এই ধরনের কাজে উৎসাহিত করবে।

Related posts

বড়শুল কিশোর সংঘের উদ্যোগে নবদম্পতির মেলবন্ধন

E Zero Point

ছাত্র-যুবদের জীবাণুমুক্ত কর্মসূচি পূর্বস্থলীতে  

E Zero Point

প্রকৃতির রূপ রস সৌন্দর্য উপভোগ করতে পর্যটকের ভিড় লেপচা জগতে

E Zero Point

মতামত দিন