11/12/2024 : 9:50 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

আজ থেকে বাস চলবে কি না দ্বিধাগ্রস্ত পূর্ব বর্ধমানের বাস ইউনিয়ন, কিছু রুটে বাস চলতে পারে

শেখ নিজাম আলমঃ আজ ১ লা জুন থেকে বাস চলবে বলে মূখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। তাও আবার যতগুলি সিট ততগুলি যাত্রী এই নিয়মে। এদিকে দফায় দফায় বৈঠক করেন বাস মালিকরা। বিভিন্ন সমস্যার সমাধান না হওয়ায় বাস মালিক এ্যাসোসিয়েশনের সভাপতি নেতাই বসাক জানান, আমরা ১ লা জুন থেকে বাস চালাচ্ছি না। সমস্যার বিষয়ে তিনি বলেন, সিট অনুসারে যাত্রী নিলে আমাদের তেল খরচা থেকে শুরু করে বাসকর্মীদের মাইনে দেওয়া সম্ভব নয়। তাছাড়া অতিরিক্ত যাত্রী না নিলে সে এক আলাদা ঝামেলা। তাছাড়া গ্রামগঞ্জের মানুষরা ভাড়া নিয়ে বচসা তৈরি করবেন বলে তিনি মন্তব্য করেছেন। এই পরিপ্রেক্ষিতে পূর্ব বর্ধমান জেলার বি.ডি.বি,-এর কর্ণধার শরৎ কোনার জানান, মূখ্যমন্ত্রীর অনুরোধে কিছু বাস চালানো যাবে। তবে ডেলিপ্যাসেঞ্জার বলে কেউ কম ভাড়া দেওয়ার চেষ্টা করলে বাস চালানো সম্ভব হবে না। লিষ্টে যা ভাড়া আছে, তাই ভাড়া সকলকে দিতে হবে। নচেৎ বাস চালানো খুবই কষ্টকর বিষয়। তবে গ্রামগঞ্জের মানুষদের সঠিক ভাড়া দিতে কষ্ট হবে বলে তিনি মন্তব্য করেছেন। সব মিলিয়ে আগামীকাল কিছু বাস চালানোর উদ্যোগ নিয়েছেন শরৎবাবু।

Related posts

পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ প্রথম সম্মেলন রসুলপুরে

E Zero Point

মিশনে এক ছাত্রীর চুল কেটে নেওয়াই আতঙ্কিত সেই ছাত্রী ও তার পরিবার

E Zero Point

মেমারিতে দুই নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার এক

E Zero Point

মতামত দিন