29/03/2024 : 11:09 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

প্রয়াত চিন্ময় ঘোষের স্মরণে পরশপাথর-এর বৃক্ষরোপন মেমারিতে

নিজস্ব সংবাদদাতা, মেমারি, ১৬ জুলাইঃ ১৫ ই জুলাই, প্রয়াত চিন্ময় ঘোষ এর অঙ্গদান দিবস। ঠিক ১ বছর আগে মেমারি শহরের সদা হাস্যময় যুবক চিন্ময় ঘোষের পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল। আজ  চিন্ময় ঘোষের স্মৃতির উদ্দেশ্যে একটি চন্দন গাছের চারা রোপণ করা হলো “পরশপাথর” সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন চিন্ময় ঘোষের পরিবারের সদস্যরা এবং সেচ্ছাসেবী সংগঠনের সদস্য অপূর্ব সু, অর্ক পাল, সৌরীন ঘোষ, দীলিপ চক্রবর্তী।

পরশপাথর সংস্থার পক্ষ অর্ক পাল জানান, চিন্ময় ঘোষকে আমরা হারিয়েছি বটে, কিন্তু ও বেঁচে আছে কয়েক জন মানুষের শরীরের মধ্যে, বাঁচিয়ে রেখেছে কয়েকজন নিশ্চিত মৃত্যুপথযাত্রী মানুষকে। চিন্ময় বেঁচে আছে হাজার হাজার মানুষের হৃদয় জুড়ে। সচেতন বিজ্ঞানমনস্ক পরিবারে জন্ম তার। এমন কিছু রোজগার করত না সে, কিন্তু কাজের জায়গায় ছিল জনপ্রিয়তার শীর্ষে। মৃত্যুঞ্জয়ী সে। আকস্মিক দুর্ঘটনায় কেড়ে নিল তার প্রাণ। কিন্তু তার প্রাণের বিনিময়ে বেঁচে গেল কয়েকটা মৃত্যুপথযাত্রী মানুষ। আজ এক বছর হয়ে গেল চিন্ময় আমাদের মধ্যে দৈহিকভাবে নেই। কিন্তু থেকে যাবে আজীবন সমস্ত ভালোবাসার মানুষের হৃদয়ে। জীবনের সেরা দান জীবন দান করে গেলে তুমি চিন্ময়।

প্রসঙ্গগত উল্লেখ্য পরশপাথর সংস্থা বিগত ২০ দিন ধরে মেমারির আসেপাশের বিভিন্ন এলাকায় প্রায় ১৫০ চারাগাছ রোপন করেছে।

Related posts

কোভিড টেস্টের ব্যবহৃত কিট পড়ে স্বাস্থ্য কেন্দ্র চত্বরে, পূর্ব বর্ধমানে চাঞ্চল্য

E Zero Point

ইয়াস কবলিত মানুষের পাশে “রামিসা রুরাল ওয়েলফেয়ার সোসাইটি”

E Zero Point

শুভেন্দু অধিকারীর পদত্যাগ সাধারন মানুষের উপর প্রভাব পরতেই পারেঃ কান্দি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি

E Zero Point

মতামত দিন