25/04/2024 : 5:43 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বড়শুল ১ গ্রাম পঞ্চায়েতে ‘দুয়ারে সরকার’ এর ক্যাম্প

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ৫ ডিসেম্বর, ২০২০:


রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঐকান্তিক উদ্যোগে রাজ্যবাসী স্বার্থে রাজ্যের সমস্ত রকম পরিষেবা মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছে , তাইএই পরিষেবা নাম দেয়া হয়েছে ‘দুয়ারে সরকার ‘এক ছাদের তলায়এনে ক্যাম্প এর মাধ্যমে মানুষের কাছে ১০ টিপরিষেবা পৌঁছে যাচ্ছে।আজ বড়শুল এক নম্বর গ্রাম পঞ্চায়েতে ‘দুয়ারে সরকার’ এর ক্যাম্প অনুষ্ঠিত হলো শক্তিগড় রামনারায়ন শশীভূষণ প্রাথমিক বিদ্যালয়ে, আনুমানিক হাজার পরিবার স্বাস্থ্যসাথী নাম নথিভুক্ত করে ও ৩৯ জনকে স্বাস্থ্য সাথী কার্ড হাতে দেয়া হয়, তাছাড়া আরো নটি পরিষেবা এখানে দেওয়া হয় যেমন খাদ্য শ্রী, রুপশ্রী, , কৃষি বন্ধু, জয় জোহার , কন্যাশ্রী, ঐক্যশ্রী, ইত্যাদি ।

পরিষেবা ঠিকঠাক সাধারণ মানুষ পাচ্ছে কিনা তা দেখতে হাজির ছিলেন বড়শুল এর প্রধান দিলীপ সাই, পঞ্চায়েত সমিতির সদস্য নবকুমার দাস , বর্ধমান উত্তরের বিধায়ক নিশিথ কুমার মালিক, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল দত্ত, সহ-সভাপতি অরুণ গোলদার, বর্ধমান ২ এর বিডিও, এই সমস্তদপ্তর এর আধিকারিক ও কর্মীবৃন্দ, বিভিন্ন নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই প্রোগ্রামটি সাফল্য মন্ডিত করতে সবথেকে বেশি বড় ভূমিকা পালন করেন প্রধান দিলীপ সাই মহাশয়, , লব কুমার দাস মহাশয়,সমাজসেবী কাজল পাঁজা।

Related posts

প্রানের মানুষ কালিকাপ্রসাদ ভট্টাচার্য্য

E Zero Point

ভোটের খবরঃ বিজেপি প্রার্থী ভীষ্মদেব ভট্টাচার্যের নির্বাচনী প্রচার

E Zero Point

কালনায় শ্রমজীবী মানুষের লড়াইয়ে জোরদারের আহবান

E Zero Point

মতামত দিন