29/03/2024 : 6:05 PM
ট্রেন্ডিং নিউজ

স্মৃতিচারণাঃ প্রয়াত চিন্ময় ঘোষ ও অঙ্গদান দিবস

অমিত বিশ্বাস, মেমারি, পূর্ব বর্ধমান


(গত ১৫ জুলাই ২০১৯ পূর্ব বর্ধমানের মেমারির বাসিন্দা  চিন্ময় ঘোষ (৩৫)বাইক দুর্ঘটনায় মস্তিষ্কে গুরুতর আঘাত পায় ৷ অবশেষে তার ব্রেন ডেথ হয়।)

১৫ ই জুলাই, প্রয়াত চিন্ময় ঘোষ এর অঙ্গদান দিবস। ঠিক ১ বছর আগে আমরা ওকে হারিয়েছি। ওর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। সাথে সাথে সমবেদনা জানাই ওর পরিবারের সদস্যদের প্রতি। চিন্ময় কে আমরা হারিয়েছি বটে, কিন্তু ও বেঁচে আছে কয়েক জন মানুষের শরীরের মধ্যে, বাঁচিয়ে রেখেছে কয়েকজন নিশ্চিত মৃত্যুপথযাত্রী মানুষকে। চিন্ময় বেঁচে আছে হাজার হাজার মানুষের হৃদয় জুড়ে। বুকফাটা দুঃখের মধ্যেও ওর পরিবার পরিজন যে কাজ করেছেন তা অমূল্য। হাজার কোটি টাকা দিলেও সেই ঋণ শোধ করা যাবে না। কিন্তু এমনই সমাজ এমনই আমাদের দেশ, এই কাজকে সঠিক সম্মান জানাতেও পারলাম না। পারলাম না ওর রেখে যাওয়া, সন্তান, স্ত্রী, মা, দাদা, দিদি, বৌদি ভাইপো সহ পরিবারের পাশে থাকতে। মাঝে মাঝে নিজেদের খুব ছোট মনে হয়। মনে পড়ে তার সেই সদা হাস্য মুখ। কোন কাজে না বলতে জানত না, অত্যন্ত দায়িত্ব জ্ঞান সম্পন্ন। ছোট থেকেই ছিল লাজুক প্রকৃতির, কিন্তু বড় হৃদয়ের মানুষ ছিল। মানুষের স্বার্থে সমাজটাকে পরিবর্তন করার বড় ইচ্ছে ছিল তার। প্রথমদিকে একটা আর্থিক দিক থেকে দুর্বল কিন্তু সমাজ সচেতন বিজ্ঞানমনস্ক পরিবারে জন্ম তার। এমন কিছু রোজগার করত না সে, কিন্তু কাজের জায়গায় ছিল জনপ্রিয়তার শীর্ষে। মৃত্যুঞ্জয়ী সে। আকস্মিক দুর্ঘটনায় কেড়ে নিল তার প্রাণ। কিন্তু তার প্রাণের বিনিময়ে বেঁচে গেল কয়েকটা মৃত্যুপথযাত্রী মানুষ। আজ এক বছর হয়ে গেল চিন্ময় আমাদের মধ্যে দৈহিকভাবে নেই। কিন্তু থেকে যাবে আজীবন সমস্ত ভালোবাসার মানুষের হৃদয়ে। জীবনের সেরা দান জীবন দান করে গেলে তুমি চিন্ময়। তোমার চলে যাওয়ার এক বছরে নতুন করে পৃথিবীটাকে দেখলাম। তোমার চলে যাওয়ার পর কত নতুন অভিজ্ঞতা হল। কত কথা দেওয়া মানুষের ভুলে যাওয়ার কথা, আলোচনা করতে গেলে এত বড় ইতিহাস হয়ে যাবে! থাক্ সেসব, তুমি থাকবে আমাদের হৃদয়ের অন্তঃস্থলে। আশা করব তোমার সন্তান, সে যেন সকলের ভালোবাসায় একজন বড় ভালো মানুষ হয়ে উঠতে পারে। আমরা যেন সেই বড় হয়ে ওঠাতে পাশে দাঁড়াতে ও সাথে থাকতে পারি, কেউ যেন বাধা হয়ে না দাঁড়ায়, অন্তত সেটা দেখতে পারি! শ্রদ্ধা জানাই বয়সে ছোট আমার ভাতৃপ্রতীম চিন্ময় কে। স্যালুট চিন্ময় স্যালুট! স্যালুট তোমার পরিবারকে।

Related posts

আজাদি কা অমৃত মহোৎসব – বর্তমান প্রজন্মের কাছে অমৃতসম

E Zero Point

রাজনৈতিক সংগঠনের পারস্পরিক দোষারোপের ফলে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত তৃণমূলস্তরের কর্মীরা

E Zero Point

শেষ হলো আর একটা জন্মজয়ন্তীঃ নেতাজী ও এক উত্তরহীন প্রশ্ন – কে উত্তর দেবে?

E Zero Point

মতামত দিন