11/11/2024 : 7:06 AM
আমার দেশ

বাংলাদেশ পাচারের পথে ৭টি গরু সহ ২ পাচারকারীকে আটক

জিরো পয়েন্ট বিশেষ সংবাদদাতা, ১৭ নভেম্বর ২০২৩:


বাংলাদেশ পাচারের পথে ৭টি গরু সহ ২ পাচারকারীকে আটক করলেন গিরীশগঞ্জ ওয়াচ পোস্টের ইনচার্জ নিশিকান্ত দে৷ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গিরীশগঞ্জ ওয়াচ পোস্টের ইনচার্জ সদলবলে অভিযান চালিয়ে এই গরুগুলি বাংলাদেশে পাচারের হাত থেকে আটকে দিলেন৷জানা গেছে, ভারত-বাংলা সীমান্ত ঘেঁষা পশ্চিম ছেড়ুলবাগ এলাকা থেকে এই গরুগুলি জব্দ করা হয়েছে৷ একইসঙ্গে হাইল্লাবাজারের জমির আলি ও দক্ষিণবন্দের সাইদুল হুসেন নামের ২ পাচারকারীকে আটক করেছেন গিরীশগঞ্জ ওয়াচ পোস্টের ইনচার্জ নিশিকান্ত দে৷

এখানে উল্লেখ করা যেতে পারে নিশিকান্ত দে গিরীশগঞ্জ ওয়াচ পোস্টের ইনচার্জের দায়িত্ব নেওয়ার পর চোরাচালান কিংবা অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন তিনি৷

Related posts

দেশে গত ২৪ ঘন্টায় ৬৫,০৮১ জন করোনা মুক্ত

E Zero Point

ইলেক্ট্রিক যানবাহনের ব্যবহার বাড়াতে ৬৭০টি নতুন ইলেক্ট্রিক বাস পথে নামবে

E Zero Point

৪৫ বছরে স্বপ্নপূরণঃ দক্ষিণেশ্বর রুপী মা কালীর প্রাণ প্রতিষ্ঠা সুরাতে

E Zero Point

মতামত দিন