04/05/2024 : 10:07 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মানবিক মহকুমাশাসক – অসুস্থ বৃদ্ধাকে কোলে করে হাসপাতালে পৌঁছালেন মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, বিশেষ সংবাদাতা, ৯ ডিসেম্বর ২০২৩:


মেমারি গ্রামীণ হাসপাতালে শনিবার সরকারি পরিদর্শনে এসেছিলেন বর্ধমান সদর দক্ষিণের মহকুমাশাসক কৃষ্ণেন্দু কুমার মণ্ডল। হাসপাতালে ঢোকার সময়ই লক্ষ্য করেন একজন বৃদ্ধাকে নিয়ে একজন খুব কষ্টকরে আউটডোরে নিয়ে যাবার চেষ্টা করছেন। বৃদ্ধার দাঁড়ানোর ক্ষমতাটুকু নেই। মহকুমাশাসক গাড়ি থেকে নেমে পড়েন। নেমেই সেই বৃদ্ধাকে কোলে করে তুলে নিয়ে সোজা আউটডোরে চিকিৎসকের কাছে নিয়ে গেলেন। সঙ্গে ছুটে আসেন মেমারি-১ ব্লকের বিডিও শতরূপা দাসও।


জানা যায় রসুলপুরের নতুনরাস্তার বাসিন্দা অমিয়া সরকার (৭৫) কে নিয়ে তাঁর নাতবৌ নিপা সরকার আজ সকালে এসেছিলেন।
নিপা জানান, তিনি একা থাকায় একজন টোটোচালক বৃদ্ধাকে কোনোরকমে নিয়ে যাবার চেষ্টা করেন। মহকুমাশাসক নিজে এসে সাহায্যের হাত বাড়িয়ে বৃদ্ধাকে কোলে করে চিকিৎসকের কাছে নিয়ে গেলেন। নিজে দাঁড়িয়ে থেকে চিকিৎসার ব্যবস্থা করলেন। বৃদ্ধার আগে দুতিনবার হার্ট এট্যাক হওয়ার কারণে হার্টের সমস্যা ছিলো, সেটাই দেখাতে এসেছিলেন। মহকুমাশাসক এটা দেখানোর পাশাপাশি অন্যান্য সমস্যাগুলোও দেখানোর ব্যবস্থা করে দেন।

টোটোচালক শ্যামল বলেন, আমি ওই ঠাকুমাকে নিয়ে আউটডোরে যাচ্ছিলাম। ঠাকুমার দাঁড়ানোর ক্ষমতা না থাকায় কিছুতেই নিয়ে যেতে পারছিলাম না। হঠাৎ দেখি একজন গাড়ি থেকে নেমে এসে আমাকে সাহায্য করলেন। পরে জানতে পারলাম উনি এসডিও। এমন মানুষ আজও আছে। কতবড় অফিসার হয়েও একজন রুগীকে নিজে কোলে করে নিয়ে গেলেল। ভাবতেই পারছি না। উনি একটা হুইলচেয়ারের ব্যবস্থা করে দেন। এতে অনেক সুবিধা হলো।

বর্ধমান জেলা মহকুমাশাসক কৃষ্ণেন্দুবাবু জানালেন, এমন কিছু করিনি। আমি বিডিও ম্যাডাম আজ একটা নরম্যাল ভিজিটে মেমারি হাসপাতালে যাচ্ছিলাম। হঠাৎ দেখি এই অবস্থা। নিজে নেমে ওনাকে সাহায্য করলাম। আর বৃদ্ধার চিকিৎসার ব্যবস্থা করলাম। হাসপাতালে চিকিৎসক সহ অন্যন্য কর্মীরাও সাহায্য করেন।

Related posts

তৃণমূল কংগ্রেসের জন্মদিবস পালন

E Zero Point

পূর্ত কর্মাধ্যক্ষ গোলাম মোস্তাফা চৌধুরীকে অন্তিম বিদায় বর্ধমানে

E Zero Point

ট্রেনের ধাক্কায় সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু কালনায়

E Zero Point

মতামত দিন