09/05/2024 : 4:58 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

রক্তের সংকট মোকাবিলায় যুবশক্তি

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ১২ ডিসেম্বর ২০২৩:


মেমারি দু’নম্বর ব্লকে সাতগেছিয়া বি এস এন এল অফিস সন্নিকট তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে পূর্ব বর্ধমান জেলার যুব তৃণমূল কংগ্রেসের নির্দেশে মেমারি দু’নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তের সংকট মোকাবিলায় কিভাবে এই ঘাটতি মেটানো যায় সেই বিষয় নিয়ে আলোচনা হয়।


পূর্ব বর্ধমান জেলার যুব তৃণমূল কংগ্রেস রক্ত সংকটের মেটানো প্রচেষ্টা নিয়েছে। তাকে সফল করার উদ্দেশ্যে আজ মেমারি দু’নম্বর ব্লকে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আলোচনা করা হয়।


আজ ১২ডিসেম্বর থেকে দুমাস ব্যাপি প্রত্যেক রক্তদাতা অর্থাৎ যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা বর্ধমান মেডিকেল কলেজ এন্ড হসপিটালে ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্তদান করবেন বলে জানালেন।


এই আলোচনা সভায় উপস্থিত ছিল মেমারি দু’নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হিমাদ্রি মন্ডল, মেমারি দু’নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মাধ্যক্ষ তথা ব্লক যুব সহ সভাপতি সঞ্জয় মন্ডল ও প্রণব মন্ডল ,অঞ্চলের যুব সকল সভাপতি এবং আরো অনেকে।

 

 

Related posts

সজল ধারা প্রকল্পের পানীয় জল বন্ধ থাকায় দুই পাড়ার মধ্যে বিবাদ

E Zero Point

তৃণমূল কর্মীর মৃত্যুঃ পরিবারের পাশে জেলার বিধায়করা

E Zero Point

ডবল ইঞ্জিনের গল্প

E Zero Point

মতামত দিন