24/03/2023 : 11:06 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বর্ধমানে আদিবাসী শ্রমজীবি মানুষের জন্য রান্নাঘর

নিজস্ব সংবাদাতা, বর্ধমানঃ বর্ধমান পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ড সি.পি.আই.এম-এর পক্ষ থেকে যেসমস্ত আদিবাসী শ্রমজীবি মানুষের জন্য রান্নাঘর ( কমিউনিটি কিচেন) আয়োজন করা হয়েছে। মঙ্গলবার থেকে চালু হল ৬ দিন ব‍্যাপি চলবে এই রান্না ঘর। এদিন ৩৫ নম্বর ওয়ার্ডের আদিবাসী শ্রমজীবীর যেসমস্ত মানুষজন রয়েছেন তাদের দুবেলা দুপুর  এবং রাতের রান্না করা খাবার সি.পি.আই.এম. কমেটির পক্ষ থেকে রান্নাঘর নামে এই খাবার দেওয়া হবে। আজ খাবারে ছিলো ভাত, ডাল, আলুপোস্ত, ডিম, সোয়াবিন দেওয়া হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে বর্ধমানের নিউ পারবিহাটা সি.পি.আই.এম পার্টি অফিস থেকে  উক্ত আয়োজন কর হয়।


Related posts

মেমারিতে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালঃ কিষান মান্ডিগুলো এখন অস্ত্র বোম রাখার সেন্টার

E Zero Point

প্রয়াত মেমারির ক্যুইজ মাস্টার সৌমেন বসু

E Zero Point

মুর্শিদাবাদে জঙ্গীপুর সাহিত্য উৎসব

E Zero Point

মতামত দিন