06/05/2025 : 6:11 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গ

মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদ জানিয়ে বিজেপির অবস্থান বিক্ষোভ

জিরো পয়েন্ট নিউজ–প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ২৬ ফেব্রুয়ারি ২০২৪ :


সন্দেশখালি তে মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদ জানিয়ে বিজেপির অবস্থান বিক্ষোভ কর্মসূচি পূর্বস্থলীর পারুলিয়া বাজার এলাকায়। একই সাথে শেখ শাহজাহানের গ্রেফতারের দাবী, মহিলাদের সম্মান ফেরাতে হবে এই সকল দাবি নিয়ে আগামী কাল পর্যন্ত চলবে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি। সোমবার এই অবস্থান-বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায়, ৪ নং মন্ডলের মণ্ডল সভাপতি সমর দাস, মন্ডলের মহিলা মোর্চার সম্পাদিকা প্রতিমা সাহা, পূর্বস্থলী উত্তর বিধানসভার কনভেনার মানিক লাল সাহা সহ আরো অনেকে। গোপালবাবু তিনি দিন বলেন এই অবস্থান বিক্ষোভ এই জায়গায় আগামীকালও চলবে। উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষে কাটোয়া ও কালনাতেও চলবে এই প্রতিবাদ আন্দোলন।

Related posts

নবান্ন অভিযানে বাধা দেওয়ার অভিযোগে বিজেপির রাস্তা অবরোধ ডানকুনিত

E Zero Point

জেনে নিন দোকান খোলা বন্ধ নিয়ে মেমারি পৌরসভার নির্দেশিকা

E Zero Point

কালনায় আন্তর্জাতিক শিশু দিবস পালিত

E Zero Point

মতামত দিন