06/05/2024 : 8:03 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাঃ শর্মিলা সরকার

জিরো পয়েন্ট নিউজ, বর্ধমান, ১০ মার্চ ২০২৪ :


রবিবার জনগর্জন সভা থেকে বড় চমক দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথমবার ব্রিগেডে জনসভা থেকে লোকসভা ভোটের প্রার্থীতালিকা ঘোষণা তৃণমূল কংগ্রেসের। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় একে একে ঘোষণা করলেন ৪২ কেন্দ্রে প্রার্থীদের নাম।

আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের বাসিন্দা ডাঃ শর্মিলা সরকার। বর্তমানে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের এসোসিয়েট প্রফেসর পদে কর্মরত রয়েছেন শর্মিলা সরকার।  এর আগে এই কেন্দ্রে প্রার্থী ছিলেন সুনীল মন্ডল। এবার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে নতুন প্রার্থী ঘোষণা করে কার্যত চমক দিয়েছে তৃণমূল কংগ্রেস বলেই রাজনৈতিক মহল মনে করছেন।

এছাড়াও বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন  কীর্তি আজাদ ও আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন  শত্রুঘ্ন সিনহা।

আসুন দেখে নিই ৪২টি আসনে তৃণমূলের প্রার্থী কারা। দার্জিলিং:  গোপাল লামা, আলিপুরদুয়ার:  প্রকাশ চিক বরাইক, কোচবিহার:  জগদীশ চন্দ্র বসুনিয়া, জলপাইগুড়ি:  নির্মলচন্দ্র রায়, বালুরঘাট: বিপ্লব মিত্র, রায়গঞ্জ:  কৃষ্ণ কল্যাণী , মালদহ উত্তর:  প্রসূন বন্দ্যোপাধ্যায়, মালদহ দক্ষিণ:  শানওয়াজ আলি রহমান, মুর্শিদাবাদ:  আবু তাহের খান, জঙ্গিপুর:  খলিলুর রহমান, বহরমপুর: ইউসুফ পাঠান

কৃষ্ণনগর:  মহুয়া মৈত্র, রানাঘাট:  মুকুটমণি অধিকারী, বনগাঁ: বিশ্বজিৎ দাস. বসিরহাট:  হাজি নুরুল ইসলাম, বারাসত:  ডঃ কাকলী ঘোষ দস্তিদার, বারাকপুর:  পার্থ ভৌমিক, দমদম:  সৌগত রায়, হাওড়া:  প্রসূন বন্দ্যোপাধ্যায়
উলুবেড়িয়া:  সাজদা আহমেদ, হুগলি:  রচনা বন্দ্যোপাধ্যায়, আরামবাগ: মিতালী বাগ, শ্রীরামপুর:  কল্যাণ বন্দ্যোপাধ্যায়,

কলকাতা উত্তর:  সুদীপ বন্দ্যোপাধ্যায়,  কলকাতা দক্ষিণ:  মালা রায়, যাদবপুর:  সায়নী ঘোষ, ডায়মন্ড হারবার:  অভিষেক বন্দ্যোপাধ্যায়, জয়নগর:  প্রতিমা মণ্ডল, মথুরাপুর: বাপি হালদার, তমলুক:  দেবাংশু ভট্টাচার্য, কাঁথি:  উত্তম বারিক,  মেদিনীপুর:  জুন মালিয়া, ঘাটাল: দেব ,

বীরভূম: শতাব্দী রায়, বোলপুর: অসিত মাল, বাঁকুড়া:  অরূপ চক্রবর্তী, বিষ্ণুপুর: সুজাতা খাঁ, পুরুলিয়া: শান্তিরাম মাহাতো,  ঝাড়গ্রাম: কালীপদ সোরেন, বর্ধমান পূর্ব: ডঃ শর্মিলা সরকার, বর্ধমান দুর্গাপুর:  কীর্তি আজাদ, আসানসোল: শত্রুঘ্ন সিনহা

Related posts

হরালদাসপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণে মিছিল

E Zero Point

করোনা বিধি ভঙ্গঃ মেমারিতে ৪৩ জন আটক

E Zero Point

কৃষক আন্দোলনের সমর্থনে মেমারিতে মিছিল

E Zero Point

মতামত দিন