শোনো, শোনো, শোনো হে আমার দুর্বল দেশবাসী
আমি ধর্ষিতা বলছি স্বর্গ- মর্ত্যের মাঝখান থেকে
শুনলাম দেশ জুড়ে নাকি হচ্ছে ভীষণ আলোড়ন
মানুষ নাকি খুব ব্যথিত আজ আমার মৃত্যু শোকে??
জানো আমার কিন্তু জায়গা হয়নি স্বর্গরাজ্যে
দাঁড়িয়ে আছি বড়ো একা ত্রিশঙ্কু সম হয়ে,
ভাবছি সইবো কতো আর অপমান অবহেলা
দ্রৌপদীর শাড়িও দুঃশাসন নিয়েছিলো ছিনিয়ে!!
স্বর্গ বলো, মর্ত্য বলো নারীর কাছে সবই নরক
ব্রহ্মাণ্ড জুড়ে লঙ্ঘিত হয়েছে সম্মান বহুবার
পান্ডবরা করেনি প্রতিবাদ, করেনি কোনো দেবতা
সখা কৃষ্ণ করুণা করে বস্ত্র দিয়েছিলো উপহার।
যে দেশবাসী পড়েছে জেনেছে শুধুই ভুল
নারী হলো নিছকই ভীরু, অসহায়,দুর্বলা,
সে দেশে সীতা হয়েছিলো পাতাল বাসিনী
শাস্তি স্বরূপ পাষাণী হয়েছিলো অহল্যা।
পুরুষ, তুমি কি নও একটুও কলঙ্কের ভাগী
তবে কেন বলো লজ্জা পাবে শুধুই ধর্ষিতা??
এবার সত্যি পৌরুষত্বের দাওগো পরিচয়
যাতে কোনো পদ্মাবতী আর না জ্বালে চিতা।
জানো, যে রাতে ক্ষতবিক্ষত হয়েছিলো শরীর
কতবার, কতবার ব্যথায় খুঁজেছি প্রতিবাদী মুখ,
পাইনি দেখা কারোও যন্ত্রণায় করেছি চিৎকার
যদি দয়া করেও কেউ দিতো বেঁচে থাকার সুখ।
না আসেনি, আসেনি একটি হাতও এগিয়ে
উদ্ধার করতে নারীর অনিচ্ছায় নিহত ইজ্জত
মৃত্যুর পরে শোক মিছিলে নামবে বলে
দূর দূরান্ত থেকে ছুটছে মানুষ করে কসরত!!
ধর্ষিতা হলে নাকি সে লজ্জা শুধুই নারীর
পুরুষ পায় সকল কলঙ্কের থেকে ছাড়
জেনো তবে উঠবে নারী জেগেই একদিন
প্রতিবাদে, প্রতিশোধে হবে মিথ্যা নিয়ম ছারখার।
জাগো, ওগো আমার স্নেহের অগ্রজ ভ্রাতা,
শুভাকাঙ্ক্ষী পিতা আর বন্ধু আছো যত,
প্রতি পুরুষ কোনোমতেই ধর্ষক হয় না জানি
শুদ্ধ পুরুষ হয়ে অত্যাচারীকে করো পরাজিত।
জাগো নারী, জাগো সবলা বহ্নিশিখা রূপে
ঝেড়ে ফেলে দাও সমাজ রচিত অবলার পরিচয়,
ধ্বনিত হোক ‘যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেন সংস্থিতা’
নিজ শক্তি জাগ্রত করো তবেই হবে কলঙ্কের ক্ষয়। ♦
জিরো পয়েন্ট দৈনিক কবিতা বিভাগে কবিতা প্রকাশের নিয়মঃ
১) জিরো পয়েন্ট দৈনিক কবিতা বিভাগে আপনার শ্রেষ্ঠ ৩টি কবিতা ও আপনার ছবি ই-মেইল করুন zeropointpublication@gmail.com অথবা হোয়াটসঅ্যাপ করুন 7797331771
২) লেখা পাঠানের পর ১ মাস অপেক্ষা করবেন
৩) আপনার প্রেরিত কবিতাটি মনোনীত হলে ১ মাসের মধ্যে প্রকাশ করা হবে এই বিভাগে
৪) প্রত্যেকের লেখা পড়ুন, কমেন্ট বক্সে মতামত দিন
৫) অবশ্যই আমাদের ফেসবুক পেজ লাইক করে লেখাটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করা বাধ্যতামূলক
শুভেচ্ছান্তে-
আনোয়ার আলি
সম্পাদক, জিরো পয়েন্ট
কথা- 7797331771 / 9375434824
www.ezeropoint.net