30/10/2024 : 2:36 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

আলুর দাম বৃদ্ধিঃ মেমারিতে প্রশাসনের পক্ষ থেকে হিমঘরে নজরদারি

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১৯ জুলাই ২০২৪ :


এদিন শুক্রবার বেলা দুটো নাগাদ পূর্ব বর্ধমানের মেমারি এক নম্বর ব্লকের চারটি আলুর হিমঘর পরিদর্শন করলেন পূর্ব বর্ধমান জেলার সদর মহকুমা শাসক বুদ্ধদেব পান, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশীষ নাগ মেমারি এক ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শতরূপা দাস, মেমারি এক নম্বর ব্লকের বি.ডি.এম.ও ফাল্গুনী মুখার্জী সহ পূর্ব বর্ধমান সদর দক্ষিণের এসডিপিও অভিষেক মন্ডল ।

এদিন জেলা ও ব্লকের প্রশাসনিক কর্তারা মেমারি এক নম্বর ব্লকের মধ্যে চারটি হিমঘর পরিদর্শন হিমঘরে মজুদ আলুর পরিমান এবং প্রতিদিন কত পরিমান আলু হিমঘর থেকে বের করা হচ্ছে সেই সকল বিষয়ে হিমঘর মালিক কর্তৃপক্ষের সাথে কথাও বললেন এবং বর্তমানে হিমঘর থেকে বের হওয়া আলুর মূল্য সাথে খোলা বাজারে আলুর মূল্যের কতটা পার্থক্য সেই বিষয়টিও নজরে রাখলেন।

কিন্তু প্রশ্ন হচ্ছে শুধুমাত্র কি হিমঘরে নজরদারি চালিয়ে আলুর দাম নিয়ন্ত্রণে আনা যাবে? হিমঘরে নজরদারি চালানোর পাশাপাশি খোলা বাজার এবং হিমঘর থেকে খোলা বাজারে আলু আসার মাধ্যমগুলির বিষয়েও নজরদারি চালালে হয়তো আলুর দাম নিয়ন্ত্রণে আসলেও আসতে পারে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

 

Related posts

কাটোয়া পৌরসভার পৌরপ্রশাসকের অফিসে ডেপুটেশন

E Zero Point

গণপুর গ্রামের প্রাণপুরুষ নরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের ১১১ তম জন্মদিন পালন

E Zero Point

অবৈধভাবে ভারতে প্রবেশ করায় চার বাংলাদেশীকে গ্রেফতার

E Zero Point

মতামত দিন