জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২১ জুলাই ২০২৪ :
সি আই টি ইউ মেমারি ১ পূর্ব সমন্বয় কমিটির উদ্যোগে ও এস এফ আই , ডি ওয়াই এফ আই , কৃষক সভা ও মহিলা সমিতির সহযোগিতায় প্রয়াত মহারানী কোঙারের স্মৃতির উদ্দেশ্যে এই নিয়ে দুবার স্বেচ্ছায় রক্তদান শিবির রবিবার সকাল ১০ টা নাগাদ মেমারি কালিতলা সিপি আই এম পার্টি দপ্তর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় । এই রক্তদান শিবির উদ্বোধন করেন সি আই টি ইউ মেমারি ১ পূর্ব সমন্বয় কমিটির সম্পাদক হাসিবুল মন্ডল ।
এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন ৫ জন মহিলা সহ মোট ২৯ জন। শিবিরে উপস্থিত ছিলেন সি আই টি ইউ রাজ্য কমিটির সদস্য অভিজিৎ কোঙার , সনৎ ব্যানার্জি , মেমারি ১ পূর্ব এরিয়া কমিটির সম্পাদক সঞ্জয় গুঁই , অমিতাভ চৌধুরী , ডি ওয়াই এফ আই এর এর পক্ষ থেকে সুমন হাজরা ও ময়ূখ দফাদার প্রমুখ ।
এদিন সি আই টি ইউ মেমারি ১ সমন্বয় কমিটির সম্পাদক হাসিবুল মন্ডল বলেন ‘কমরেড মহারানী কোঙারের স্মরণে ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটাতে এই রক্তদান শিবির আয়োজন করা হয়। তিনি আক্ষেপের সুরে আরো বলেন রক্তদানের মতন সমাজ সেবা মূলক কাজেও রাজ্যের শাসক দল বিরোধিতা অবলম্বন করেন । যার ফলে রক্তদান কর্মসূচি করার জন্য কোন বিদ্যালয় অনুমতি পাওয়া যায় না তাই একপ্রকার বাধ্য হয়ে দলীয় কার্যালয়ে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে ।