11/11/2024 : 6:52 AM
আমার বাংলা

মেমারিতে রক্তদান শিবির

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১৬ সেপ্টেম্বর ২০২৪ :


প্রয়াত সিপিআইএম নেতা গোকুল মজুমদার ও নগেন বিশ্বাসের স্মৃতির উদ্দেশ্যে ডি ওয়াই এফ আই ও এস এফ আই এবং মেমারি ১ পশ্চিম আঞ্চলিক কমিটির উদ‍্যোগে রসুলপুর চাকনাড়া মোড়ে রবিবার সকাল ১০ নাগাদ মুষলধারে বৃষ্টিকে উপেক্ষা করে একটি রক্তদান শিবির হয়।

রক্তদান শিবির উদ্বোধন করেন, যুব আঞ্চলিক কমিটির সভাপতি তন্ময় মন্ডল। ৭ যুবতী সহ মোট ৬০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহে সহযোগিতা করেন বর্ধমান শহীদ শিব শংঙ্কর সেবা সমিতি। শিবিরে উপস্থিত ছিলেন, শান্তনু শূর, আনন্দ মালো, মৃন্ময় লাহা, সহ আঞ্চলিক কমিটির সদস‍্য ও প্রাক্তন নেতৃত্ব রনজিৎ চক্রবর্তী, ভবানী ব‍্যানার্জী, আনন্দ ফুলিয়া প্রমুখ।

Related posts

থ্যালাসেমিয়া রুগীর পাশে বড়শুল কিশোর সংঘ ও মেমারি প্রেস ক্লাব

E Zero Point

ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত এক মহিলা

E Zero Point

নির্বাচনী প্রচার তৃণমূল প্রার্থী মধুসূদন ভট্টাচার্যের

E Zero Point

মতামত দিন