19/10/2024 : 8:15 PM
জীবন শৈলীধর্ম -আধ্যাত্মিকতা

দেখে নিন পঞ্জিকামতে কালীপুজোর অমাবস্যা তিথি কখন শুরু

জিরো পয়েন্ট বিশেষ প্রতিবেদন, ১৮ অক্টোবর ২০২৪ :


গোটা দেশ যেদিন দিওয়ালির আনন্দে মেতে ওঠে, সেদিন কালীপুজোয় মাতোয়ারা থাকে গোটা বাংলা। লক্ষ্মীপুজোর পরই বাঙালির প্রাণের উৎসব কালীপুজো কিংবা শ্যামা পুজো। ২০২৪ কালীপুজোর তিথি ঘিরে স্বভাবতই রয়েছে সকলের মনে কৌতূহল। কালীপুজো চলতি বছরে কবে পড়ছে? কখন থেকেই বা শুরু হচ্ছে অমাবস্যা তিথি? দেখে নিন।

কার্তিক মাসের অমাবস্যা তিথিতে কালীপুজোর আয়োজন করা হয়। এই পুজোকে কোথাও দীপান্বিতা কালীপুজোও বলা হয়। কোথাও আবার মহানিশা নামেও এই কালীপুজোর রাত পরিচিত। এই রাতে শক্তির আরাধনা হয়।

অমাবস্যা তিথি- ৩১ অক্টোবর রয়েছে কালীপুজো। একটি মত বলছে সেদিন, দুপুর ৩ টে ০৭ মিনিট ৪২ সেকেন্ডে পড়ছে অমাবস্যা। আর অমাবস্যার এই তিথি শেষ হবে ১ নভেম্বর সন্ধ্যা ৫ টা ০৮ মিনিট ০৭ সেকেন্ডে। ভিন্নমতে, ৩১ অক্টোবর দুপুর ৩ টে ৫২ মিনিটে পড়বে অমাবস্যা। পরের দিন ১ অক্টোবর দুপুর ১২ টা ৪৮ মিনিটে তিথি শেষ হবে। কালীপুজোর শুভ মুহূর্ত ৩১ অক্টোবর রাত ১১ টা ৪৮ মিনিটে পড়বে, পরদিন ১ নভেম্বর দুপুর ১২ টা ৪৮ মিনিট পর্যন্ত থাকবে।

Related posts

ডায়াবিটিস নিয়ন্ত্রণ করতে চান? আন্তর্জাতিক যোগ দিবসে করুন এই ৪টি ব্যায়াম

E Zero Point

রোজা কোথা থেকে এলো?

E Zero Point

জেনে নিন মঙ্গলবারের রাশিফল

E Zero Point

মতামত দিন