জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ১৬ মার্চ ২০২৫ :
পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত ঝিকরা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায় বৃহস্পতিবার বিদ্যালয়ে পঠন-পাঠনের পর দোল পূর্ণিমা উপলক্ষে ছুটি থাকায়, দু দিন বন্ধ ছিল স্কুল। রবিবার হঠাৎই বিদ্যালয়ের দরজা খোলা অবস্থায় দেখেন স্থানীয় মানুষজন। তাদের সন্দেহ হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ফোন করে খবর দেন।
ছুটে আসেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তারা এসে দেখেন দরজা খোলা অফিস রুমে সমস্ত আলমারির তালাভাঙ্গা লন্ডভন্ড অফিস রুম, খোয়া গিয়েছে বেশকিছু জরুরি নথি কাগজপত্র শিক্ষার সামগ্রী এবং স্কুলের কিছু বাসন। তড়িঘড়ি ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা খবর দেন মেমারি থানা সাতগেছিয়া পুলিশ ফাঁড়িতে। ঘটনাস্থলে আসে সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ। ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
পাশাপাশি বিদ্যালয় সূত্রে জানা গেছে মিড ডে মিলে ব্যবহৃত যে বাসন খোয়া গেছে যাতে ছাত্রছাত্রীদের কোন অসুবিধা না হয় তার জন্য মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পক্ষ থেকে বেশ কিছু বাসন পত্র দেওয়া হচ্ছে স্কুলকে।