06/05/2025 : 3:09 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বাংলার ডিজিটাল মিডিয়ার উদ্যোগে জলছত্র

জিরো পয়েন্ট নিউজ – বিশেষ সংবাদদাতা, পূর্ব বর্ধমান, ১৬ মার্চ ২০২৫ :


বিগত বেশ কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ বাড়ছে গোটা রাজ্যজুড়ে। শহর বর্ধমান এবং পূর্ব বর্ধমান জেলাতেও একই অবস্থা। এই তীব্র দাবদাহের মধ্যে বাংলা ডিজিটাল মিডিয়ার উদ্যোগে জেলার মধ্যে প্রথম শহর বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে পথ চলতি মানুষের জন্য করা হলো জলছত্র।

সকাল বেলা থেকেই বাংলা ডিজিটাল মিডিয়ার সকল সাংবাদিক বন্ধুরা উপস্থিত হয়ে এই জলছত্র অনুষ্ঠানে তৃষ্ণার্ত মানুষের হাতে তুলে দেন শরবত উপহার। পথ চলতি মানুষও উৎসাহের সহিত সামিল হন এই বাংলা ডিজিটাল মিডিয়ার জলছত্র কর্মসূচিতে।

রবিবার প্রায় পাঁচ হাজার মানুষের হাতে শরবত তুলে দেওয়া হয়। পরিবেশবান্ধব গ্লাসের মাধ্যমে পথ চলতি মানুষের হাতে তুলে দেয়া হয় ঠান্ডা পানীয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী উদয় কোনার, বিশিষ্ট সাংবাদিক স্বপন মুখার্জী, অরূপ লাহা, তারকনাথ রায়, বৈদ্যনাথ কোনার, রাম কুন্ডু, সোমনাথ ভট্টাচার্য, আমিনুর রহমান, অভিজিৎ সাহা, শরদিন্দু ঘোষ।

এছাড়াও বাংলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে উপস্থিত ছিলেন শেখ রতন,শেখ পিন্টু, পাপাই সরকার, ইমতিয়াজ হোসেন, শেখ ইমতিয়াজ, রিম্পা সোনকার, অনিরুদ্ধ ব্যানার্জি, মিরাজ আলী রামকৃষ্ণ চক্রবর্তী সহ বিশিষ্ট সাংবাদিকগণ।

Related posts

বর্ধমানে বিজেপি প্রার্থী ঘোষণা হওয়ার পরই শতাধিক কর্মী বিজেপি থেকে তৃণমূলে

E Zero Point

কান্দিতে দিলীপ ঘোষের সভা শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

E Zero Point

ট্রেড লাইসেন্স থেকে শুরু করে জমির সমস্যা, একই ছাতার তলায় মুশকিল আসান

E Zero Point

মতামত দিন