জিরো পয়েন্ট নিউজ – নিজস্ব সংবাদ, মেমারি, ১৫ মার্চ ২০২৫ :
অসহায় রোজদারদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ শুরু হয়েছে মেমারিতে। পূর্ব বর্ধমান জেলার মেমারি শহরের স্বেচ্ছাসেবী সংস্থা মেমারি সম্প্রীতি ঐক্যের পক্ষ থেকে মেমারি ১ ব্লকের অন্তর্গত আমাদপুর অঞ্চলের বিজড়া গ্রামে ইফতার সামগ্রী প্রদান করা হলো।
মেমারি সম্প্রীতি ঐক্যের সভাপতি সেখ আসরাফুল ইসলাম বলেন, ইসলাম ধর্মের পবিত্র মাস রমজান। এই মাসে প্রত্যেক মুসলিম তার সাধ্য অনুসারে এক মাস ধরে রোজা রাখেন। কিন্তু অনেক রোজদার আছেন যাঁরা তাঁদের ইফতারী ঠিক করে করতে পারেন না তাই আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে রমজান মাসে ইফতার সামগ্রী প্রদানের কর্মসূচী গ্রহণ করেছি।
এছাড়াও তিনি জানান, অনেক সহৃদয় মানুষ ইফতার সামগ্রী দেওয়ার জন্য অর্থ দিয়েছিলেন যাকাত দান সাদকা যে যেমন পেরেছেন, তাঁদের প্রদেয় সাহায্য থেকে আমরা বিজরে গ্রামে কিছু মানুষকে সাহায্য করলাম। গোটা রমজান মাস জুডে এই কর্মসূচী চলবে।