24/04/2024 : 10:43 PM
আমার বাংলাখেলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানফুটবলমন্তেশ্বর

প্রীতি ফুটবল ম্যাচে মোহামেডান ও মোহনবাগান ফ্যান ক্লাব একে অপরের মুখোমুখি মন্তেশ্বরে

সত্য নারায়ন সিকদারঃ সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, গোটা বিশ্ব শতক জুড়ে বাঙালির চিন্তায়, মননে, স্বপ্নে ফুটবলের গভীর উপস্থিতি থাকলেও নতুন শতকে কোথাও যেন বাঙালির সংস্কৃতিতে ফুটবলের স্থানচূত্যি ঘটেছে | ফুটবলের মানের যতই অবনতি হোক না কেন , বাঙালির ফুটবল — কি ঐতিহ্য , কি জনপ্রিয়তা , কি সংস্কৃতি — অন্য সব দিক থেকেই প্রায় বিশ্বের প্রতিষ্ঠিত দেশগুলির সঙ্গে তুলনীয় | যা আজও বাঙালিকে নস্টালজিক করে তোলে |

তারই প্রমাণ পাওয়া গেল পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের শুশুনিয়া পঞ্চায়েতের অন্তগত কালুইগ্রামে | করোনা আবহে বিশ্ববাসী আজ গৃহবন্দি, তবু সময়ের সাথে সাথে শিথিল হওয়া লকডাউনের মধ্যেই তিন কন্যা পার্কে ফুটবল ময়দানে প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলো | পূর্ব বর্ধমান জেলা মোহনবাগান ফ‍্যান ক্লাব বনাম পূর্ব বর্ধমান জেলা মহামেডান ফ‍্যান ক্লাব, একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে মাঠে নামে |


মোহামেডান ফ‍্যান ক্লাবের সভাপতি আহমদ হোসেন জানান, প্রায় তিন মাস ধরে স্কুল-কলেজ খেলাধুলা বন্ধ থাকায় কিশোর ও যুবসমাজ একঘেয়েমি হতাশায় ভুগছে তা থেকে তাদের বার করতে এই প্রয়াস | তিনি আরো জানান, প্রশাসনিক নিয়ম মেনে নির্দিষ্টসংখ্যক জমায়েত রেখেই ম্যাচ আয়োজন করা হয়েছে | খেলার উদ্যোক্তা মোহনবাগান ফ্যান ক্লাবের অসিত চ্যাটার্জী ৫-২ গোলে জয়ী | এই খেলাকে ঘিরে এলাকার মানুষের মধ্যে যথেষ্ট উন্মাদনা লক্ষ্য করা গেছে |

Related posts

চুঁচুড়ায় অনুষ্ঠিত হলো ক্রিকেট ম্যাচ

E Zero Point

রাজ্য সড়কের উপর রণগ্রাম সেতুর পরিদর্শনে জেলাশাসক

E Zero Point

লোকসভা ভোটের আগে “উন্নয়নের খতিয়ান পূর্ব বর্ধমান”: প্রশাসনিক বৈঠক মঙ্গলকোটে

E Zero Point

মতামত দিন