25/04/2024 : 12:30 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বর্ধমানের ঐতিহ্যবাহী শূলি পুকুরের নাম পরিবর্তন

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ৩০ জুলাই ২০২১:


বর্ধমান উন্নয়ন পর্ষদের উদ্যোগে ও অর্থানুকুল্যে বর্ধমানের রাজ আমলের শূলি পুকুরের সৌন্দার্যায়নের সাথে সাথে তার নাম পরিবর্তণ হলো জীবন সায়র। এই সৌন্দার্যায়নে ২৪লক্ষ‍্য টাকা ব‍্যায়ে করা হয়েছে বলে জানালেন রবি বাবু । শুক্রবার বিকেলে এই জীবন সায়র পুকুরের সৌন্দর্য্যায়নের প্রদিপ প্রজ্বলন করে উদ্বোধন করলেন বিডিএর চেয়ারম্যান ডঃ রবিরঞ্চন চট্টোপাধ্যায় ।

পাশাপাশি ‘শূলি পুকুর’ এর নাম পরিবর্তন করে ‘জীবন সায়র’ রাখা হয়েছে। এদিন এই সূচনা পূর্বে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিনের বিধায়ক খোকন দাস ,পুলিশ সুপার কামনাশীষ সেন ,বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী সহ অনান‍্য প্রশাসনিক আধিকরা । এদিন এই জীবন সায়র ফ্লক উদ্বোধন করলেন রবি বাবু ,এছারাও পুকুরে চারটি রাজ হাঁস ছাড়লেন,পাশাপাশি একটি গাছ পুকুরের ধারে বসালেন রবি বাবু ।

Related posts

মেমারিতে আজ থেকে উইন্টার কার্নিভাল

E Zero Point

মঙ্গলকোটে শিস- শিল্পী উত্তমের গান ধরেছে সুমধুর তান

E Zero Point

জলপথে বন্যা পরিস্থিতি পরিদর্শন

E Zero Point

মতামত দিন