06/05/2025 : 9:44 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

গৃহবধূর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার মেমারিতে, গ্রেপ্তার স্বামী ও শ্বশুর

জিরো পয়েন্ট নিউজ – নিজস্ব সংবাদ, মেমারি, ১৭ মার্চ ২০২৫ :


রবিবার রাতে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত আমাদপুর থেকে এক গৃহবধূর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে মেমারি থানার পুলিশ। অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে তড়িঘড়ি মেমারি গ্রামীন হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।

মেমারি থানার পুলিশ সূত্রে জানা যায়, মৃত গৃহবধূর নাম তন্দ্রা ব্যানার্জী (২৬)। বাপের বাড়ি হুগলি জেলার চনন্দনগরে। স্বামী দীপঙ্কর ব্যানার্জী। ৬ বছর আগে বিয়ে হয়েছিল আমাদপুরে। দেড় বছর বয়সের এক শিশু কন্যা বর্তমান।

মৃত গৃহবধূ তন্দ্রা ব্যানার্জীর বাপের বাড়ি থেকে মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায় যে, মৃত গৃহবধূ তন্দ্রা ব্যানার্জীর স্বামী দীপঙ্কর ব্যানার্জী ও তাঁর শ্বশুর-শাশুড়ি তাঁদের মেয়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করত। জামাইয়ে অন্য মেয়ের সাথে অবৈধ সম্পর্ক আছে বলে অভিযোগ। এই নিয়ে মেয়ের সাথে ঝগড়া অশান্তি হত। তাঁদের অভিযোগ মেয়েকে পুড়িয়ে মারা হয়েছে।

সোমবার সকালে গৃহবধূ নির্যাতনের অভিযোগে স্বামী দীপঙ্কর ব্যানার্জী ও শ্বশুর বাসুদেব ব্যানার্জীকে মেমারি থানার পুলিশ গ্রেপ্তার করে। সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। মহামান্য বিচারক ধৃত স্বামী দীপঙ্কর ব্যানার্জীকে আরও তদন্তের স্বার্থে ৫ দিনের পুলিশ হেফাজত ও শ্বশুর বাসুদেব ব্যানার্জীকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। মৃতদেহটি ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Related posts

বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার মজুদ মেমারিতে, গ্রেপ্তার ১

E Zero Point

বিধানসভা নির্বাচনের আগে মালদায় ধূলিস্যাৎ কংগ্রেস

E Zero Point

মেমারি কলেজে ভর্তির জন্য নোটিশ জারি

E Zero Point

মতামত দিন