04/05/2024 : 3:03 PM
অন্যান্য

৫ এপ্রিল রাত ৯ টায় ঘরের সব আলো বন্ধ করে মোমবাতি-প্রদীপ জ্বালানোর অনুরোধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

৫ এপ্রিল রবিবার, রাত ৯টায় ঘরের সব আলো বন্ধ করে ঘরের দরজা বা বারান্দায় দাঁড়িয়ে ৯ মিনিটের জন্যে মোমবাতি, প্রদীপ, টর্চ বা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালানোর অনুরোধ করলেন প্রধানমন্ত্রী।৫ এপ্রিল রবিবার, রাত ৯টায় ঘরের সব আলো বন্ধ করে ঘরের দরজা বা বারান্দায় দাঁড়িয়ে ৯ মিনিটের জন্যে মোমবাতি, প্রদীপ, টর্চ বা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালানোর অনুরোধ করলেন প্রধানমন্ত্রী

https://www.facebook.com/watch/?v=2709234475841450

প্রধানমন্ত্রীর বার্তার উল্লেখযোগ্য বিষয়গুলো দেখুন:

  • COVID-19 মহামারীর বিরুদ্ধে লকডাউনের আজ ৯ দিন পূর্ণ। সঙ্কটের এই সময়ে আপনারা সকলে যেভাবে একত্রিত হয়েছেন তা প্রশংসনীয়।
  • ভারতীয়রা কীভাবে বাড়ির ভিতরে থাকতে পারেন তা গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন তাঁরা।
  • অন্যান্য দেশগুলি ভারতের এই লকডাউনের উদাহরণ অনুসরণ করছে।
  • আমি আপনাদের সবাইকে বলতে চাই যে আপনারা কেউ একা নেই। আমরা সকলেই একসঙ্গে আছি।
  • লকডাউনের সময় দরিদ্ররাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।
  • আগামী রবিবার, আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি ওই দিন রাত ৯টায় ৯ মিনিটের জন্যে আপনার বাড়ির লাইট বন্ধ করুন। দয়া করে মোমবাতি, প্রদীপ, টর্চ বা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালান, আপনারা একসঙ্গে রয়েছেন তা আরও একবার দেখান।

Related posts

পশ্চিম মঙ্গলকোটে বর্ষবরণ

E Zero Point

সাঁঝের বলাকা : মুস্তারী বেগম

E Zero Point

লকডাউনের দুর্দিনে মানুষের পাশে সিপিআইএম কর্মীরা

E Zero Point

মতামত দিন