05/05/2024 : 11:30 AM
অন্যান্য

লকডাউনের জেরে অনাহারে মারা যেতে পারে ৩ কোটি মানুষ

সংবাদ সংস্থাঃ করোনা মোকাবিলার জন্য বিশ্ব জুড়ে বিভিন্ন জায়গায় লকডাউন চলছে। এর ফলে বিশ্ব অর্থনীতি বিশাল বড় ধাক্কা খেয়েছে। বহু মানুষ অভুক্ত থাকছে। এমন আর্থিক সংকটের সময় যাওয়া বিশ্ব ব্যবস্থায় গরিব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য জাতিসংঘ তহবিল গঠন না করলে ভয়াবহ পরিণতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্ব খাদ্য সংস্থার (ডাব্লিউএফপি) প্রধান ডেভিড বেসলে বলেছেন, ‘দরিদ্রদের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা জাতিসংঘ করতে না পারলে অন্তত তিন কোটি মানুষ অনাহারে মারা যেতে পারে’। তিনি আরও বলেন যে, বিভিন্ন দেশের সরকারের আর্থিক সহায়তায় বিশ্বে অন্তত একশ মিলিয়ন মানুষের মুখে খাবার তুলে দেয় ডাব্লিউএফপি। তার মধ্যে অন্তত ৩০ মিলিয়ন মানুষ খাবার না পেলে অনাহারে মারা যাওয়ার ঝুঁকিতে আছে। জীবন বাঁচাতে হলে তাদের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। করোনা ভাইরাসের কারণে সারাবিশ্বের অর্থনীতি থমকে গেছে। ডেভিড বেসলে মনে করেন, এই ধরনের পরিস্থিতিতে বিভিন্ন দেশ ডাব্লিউএফপি-কে অর্থ সহায়তা বন্ধ করে দিতে পারে। এর ফলে বিপর্যয় আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, যদি আমরা অর্থায়ন বন্ধের কবলে পড়ি, সর্বনিম্ন ৩০ মিলিয়ন মানুষ মারা যাবে। ৩ মাসের বেশি সময় ধরে দিনে ৩ লাখ মানুষের মৃত্যু হবে। সেই কারণে করোনা ভাইরাস মোকাবিলায় গৃহীত পরিকল্পনার সঙ্গে অর্থনীতির বিষয়টি বিবেচনা করার কথাও বারবার বলেছেন তিনি।

Related posts

উত্তরবঙ্গে প্রথম মৃত্যু ভাইরাসে আক্রান্ত মহিলার | রাজ্যে আক্রান্ত ২২, মৃত-২ | দেশে আক্রান্ত-১১৬০ মৃত-৩১

E Zero Point

অরণ‍্যদেব কথা-১

E Zero Point

আন্তর্জাতিক নার্স দিবসে নার্স সহ স্বাস্থ্য কর্মীদের সম্মানিত করা হল গুসকরায়

E Zero Point

মতামত দিন