06/05/2024 : 4:29 AM
অন্যান্য

কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-৯

কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-৯

নেটওয়ার্ক সমস্যার জন্য “কুইজের খোঁজ খবর” ও ” কুইজ প্রতিযোগিতা” পোষ্ট করতে দেরী হয়ে যাচ্ছে। আজকের জন্য উত্তর আজ রাত ১২ টার মধ্যে ওয়াটসঅ্যাপ করতে হবে। প্রতিদিন কিছু বিষয়ে কুইজের খোঁজ খবর দেবো আমরা ও তার সাথে থাকবে একটি প্রশ্ন। যার উত্তর আমাদের ওয়াটসঅ্যাপ 7797331771  নাম্বারে  পাঠাতে হবে।

আমরা প্রতিদিন এবার থেকে দুপুর ১২টায় পোষ্ট করব এবং আপনাকে রাত ১২টার মধ্যে উত্তর দিতে হবে।

গত সপ্তাহের বিজয়ী

জিরো পয়েন্ট কুইজ প্রতিযোগিতঃ সাপ্তাহিক বিজয়ী সুব্রত মজুমদার-কে জিরো পয়েন্ট থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।  আপনাকে জিরো পয়েন্ট-এর পক্ষ থেকে ই-শংসাপত্র দেওয়া হল এবং আকর্ষণীয় পুরস্কার হিসাবে সৌজন্য স্বরুপ ১০১ টাকা দেওয়া হবে। বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ ৯৩৭৫৪৩৪৮২৪ নাম্বারে।

নিয়মাবলীঃ


১) সবথেকে প্রথম দশজনের সঠিক উত্তর আমরা গ্রহণ করবো।
২) প্রশ্ন সহ ও আপনার উত্তর টাইপ করে পাঠাবেন।
৩) আপনার নাম, ঠিকানা ও ছবি পাঠাবেন।
৪) প্রতিদিনের প্রথম ১০জন সঠিক উত্তরদাতার নাম ও ছবি প্রকাশিত হবে।
৪) প্রতি সপ্তাহে সবথেকে বেশি উত্তরদাতার জন্য থাকবে ই-শংশাপত্র ও আকর্ষণীয় পুরস্কার।
৫) আপনার উত্তর রাত ৮টার মধ্যে ওয়াটসঅ্যাপ করতে হবে


ওয়াটসঅ্যাপ এই ভাবে করুনঃ
# কুইজ প্রতিযোগিতা নং-
# উত্তর
# আপনার নাম
# আপনার ঠিকানা
# আপনার ছবি
ওয়াটসঅ্যাপ 7797331771


কুইজ প্রতিযোগিতা-৮- উত্তর

প্রশ্নঃ প্রথম কৃষ্ণাঙ্গ মিস ওয়ার্ল্ড বিজেতা কে?
উত্তরঃ -জেনিফার হস্টেন (গ্রেনাডা), ১৯৭০ সালে।

সঠিক উত্তরদাতা

 

সোনালী সেন কাবাসি, রসুলপুর, পূর্ব বর্ধমানসকল অংশগ্রহণকারীকে জিরো পয়েন্ট-এর পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা

সকল অংশগ্রহণকারীকে জিরো পয়েন্ট-এর পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। পেজটি আপনার টাইমলাইনে শেয়ার করুন ও আমাদের ফেসবুক পেজ Zero Point- জিরো পয়েন্ট লাইক করুন।


কুইজের খোঁজ খবর-৯

মানুষ তার মস্তিষ্কের ধারে ও ভারে জীবশ্রেষ্ঠ সেকথা প্রমাণিত। কিন্তু সে যখন তার এই মগজাস্ত্র কাজে লাগিয়ে পৃথিবীতে রাজত্ব কায়েম করতে চাইল, গোল বাঁধল তখনই। জঙ্গল কেটে তৈরী হল চাষজমি, জলাশয় বুজিয়ে মাথাচাড়া দিল অট্টালিকা, পাহাড়ের বুক চিরে ছুটল রেলগাড়ি, নদীর গতিপথ বদলে গেল মানুষের প্রয়োজনে- আরও কত কি। বাস্তুতন্ত্রের বাঁধন ছিঁড়ে গেল, মানুষের বসতি স্থাপনে উদ্বাস্তু হয়ে হারিয়ে গেল কয়েক হাজার জীব প্রজাতি। দেরিতে হলেও টনক নড়ল মানুষের। জীব বৈচিত্র্য বজায় না থাকলে যে আখেরে নিজেরই ক্ষতি তা বুঝে জনসচেতনতার উদ্যোগ নেওয়া হল। এই উদ্দেশ্যে ইউনাইটেড ন্যাশনস বা রাষ্ট্রপুঞ্জের তরফে আজকের দিনটিকে (২২শে মে) আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস বা International Day for Biological Diversity হিসাবে পালনের কথা ঘোষণা করা হয়েছে।

আজকের বিষয়ঃ আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস

১। ১৯৯২ সালে রিও আর্থ সামিটে জীব বৈচিত্র্য দিবস যে দিনে পালনের সিদ্ধান্ত হয় ১৯৯৩ থেকে ২০০০ সাল পর্যন্ত সেই দিনেই পালন করা হত। ২০০০ সালের ডিসেম্বরে UN-এর সাধারণ সম্মেলনে এই দিনটি পরিবর্তন করে ২২ শে মে পালন করা হবে বলে স্থির হয়। এর আগে কোন দিনে পালিত হত?
– ২৯ শে ডিসেম্বর

২। আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবসে এই বছরের থিম বা বিশেষ ভাবনা কি?
– Our Solutions are in Nature

৩। UN ঘোষিত আন্তর্জাতিক জীব বৈচিত্র্য বর্ষ জীব বৈচিত্র্য দশক কোনটি?
– আন্তর্জাতিক জীব বৈচিত্র্য বর্ষ- ২০১০
জীব বৈচিত্র্য দশক- ২০১১-২০২০

৪। বায়োডাইভার্সিটি হটস্পটের ধারণা প্রথম কোন পরিবেশবিদ দেন?
– Norman Myers

৫। সবথেকে বেশি জীব বৈচিত্র্য পৃথিবীর কোথায় দেখা যায়?
– ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে (Tropical Rain Forest)

৬। এশিয়া মহাদেশে ম্যানগ্রোভ অরণ্য কোথায় ঘনসন্নিবিষ্ট হয়ে আছে?
– ইন্দোনেশিয়া

৭। ‘পৃথিবীর ফুসফুস’ বলা হয় কাকে?
– নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য বা আরও নির্দিষ্ট করে বললে অ্যামাজন বৃষ্টি অরণ্যকে।

৮। ভেল্ড জাতীয় ঘাসজমি (Veld grassland) কোথায় দেখা যায়?
– দক্ষিণ আফ্রিকা

৯। ভারতবর্ষে বায়োডাইভার্সিটি হটস্পট কোথায় কোথায় আছে?
– ৪ জায়গায়। হিমালয় পার্বত্য অঞ্চল, পশ্চিমঘাট পর্বতমালা, ইন্দো-বার্মা অঞ্চল ও সুন্দরবন

১০। ভারতের কোথায় চামরি গাই (Yak) ও চীনা নীল ভেড়া (Bharal) দেখা যায়?
– লাদাখ

 

কুইজ প্রতিযোগিতা-৯


পাঠকের জন্য প্রশ্নঃ

ভারত মহাসাগরে পূর্ব ম্যাডাগাস্কারের মাউরিটাস দ্বীপপুঞ্জের অ্যাম্বার দ্বীপে ১৬৬২ সালে শেষবারের জন্য দেখা যায় একটি বিলুপ্ত হয়ে যাওয়া পাখিকে। সেটি কি?


সঞ্চালকঃ অপূর্ব কুমার সু


 

Related posts

ভারতের কাছেই হাইড্রক্সিক্লোরোকুইন চাইল পাকিস্তান

E Zero Point

লকডাউনে অমানবিক আচরণ বধিষ্ণু চাষীর – প্রান কাঁদল প্রান্তিক চাষী লখাই-এর

E Zero Point

মেমারি পৌরসভার ১৩ নং ওয়ার্ডে খাদ্রসামগ্রী প্রদান

E Zero Point

মতামত দিন