30/10/2024 : 2:56 AM
অন্যান্য

ঈদের শাড়ী নিয়ে ফেরার পথে দূর্ঘটনায় মৃত্যু গলসিতে

সেখ নিজাম আলমঃ গলসি থানার পুরসা গ্রামে এক মহিলা দূর্ঘটনায় মৃত্যু হয়েছে। সমীরণ বেগম (৩০) এক দূঃস্থ পরিবারের মহিলা পুরসা মাঝের পুল সংলগ্ন পার্কিং-এ রাস্তা পারাপার করতে গিয়ে একটি ছোট হাতি গাড়ী সজোরে তাকে ধাক্কা মারে। পরে তাকে বর্ধমান হাসপাতাল নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে। তার বাড়ী পুরসা হাসপাতালের নিকট বক্সির বাঁধে। জানা যায়, দান হিসাবে ঈদের শাড়ী আনার পথে তার এই বিপত্তি। তার সঙ্গে আরও দুজন মহিলা ছিল। তারা তিনজন মিলে দান করা ঈদের শাড়ী নিয়ে বাড়ী ফিরছিলেন। রাস্তা পার হতে গিয়ে সমীরণ বেগমের পায়ের উপর দিয়ে ছোট হাতি গাড়ীটি চলে যায়,আর আঘাত লাগে অন্য দুজন মহিলাদেরকেও। সমীরণের স্বামী তাদের পরিবারের কথা কখনও ভাবেননি। ফলে সমীরণ গ্রামের এক বাড়ীতে কাজ করে সংসার চালাতেন। তার তিনটি মেয়ে। বড় মেয়ে বিবাহিত। বাকি দুটি মেয়েকে খুব কষ্ট করেই পড়াশুনা করাতেন সমীরণ বেগম। বিয়ের পর শ্বশুরবাড়িতে সুখ না হওয়ায় নিজের বাড়ীতেই বসবাস করতেন। বাড়ীতে তার মা জুলফা বিবি (৫৫) ও দুটি মেয়েকে রেখে মৃত্যুবরণ করলেন। দূ্ঃস্থ পরিবারের সমীরণ পরের দেওয়া শাড়ী পরে যে ঈদ করার স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্ন ব্যার্থ হোল। তার মৃত্যুতে ও পরিবারের তার মা ও তার মেয়েদের কথা চিন্তা করে পাড়ার মানুষ শোক প্রকাশ করেন। জানা গেছে গাড়ীর চালক ও খালাসিকে গ্রেপ্তার করেছেন গলসি থানার পুলিশ।

Related posts

‘আমরা লড়াই করব, করোনাকে হজম করব’-করোনা সচেতনায় কলকাতার বাজারে নতুন মিষ্টি

E Zero Point

বামপন্থী শিক্ষক সংগঠনের উদ্যোগে ত্রাণ বিলি গলসী হাই স্কুলে

E Zero Point

স্বেচ্ছায় রক্তদান শিবির

E Zero Point

মতামত দিন