04/05/2024 : 5:52 AM
আমার বাংলাকলকাতা

গাছ প্রেমী মানুষের ভিড় বর্ধমানের কার্জনগেটেঃ কে.বি.এস. কিং-এর ঘরে ঘরে চারা গাছ বিলি

পিন্টু প্যাটেল, বর্ধমানঃ বিশ্ব পরিবেশ দিবস, গত তিন মাস ধরে লকডাউন থাকার কারণে অনেকটাই দূষণমুক্ত হয়েছে, তার পাশাপাশি একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান, এই স্লোগান দিয়েছিলেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজ বিশ্ব পরিবেশ দিবস তার জন্য যে সমস্ত গাছ প্রেমী মানুষ জন রয়েছেন তারা বর্ধমান কার্জন গেট গাছের চারা কিনতে ভিড় করেছেন, সারা বছরই তারা গাছ লাগান কিন্তু আজকে যেহেতু বিশেষ দিন বিশ্ব পরিবেশ দিবস তার জন্যই, প্রচুর মানুষ জন বর্ধমান জেলায় বিভিন্ন জায়গা থেকে বর্ধমান কর্জন গেটে এসে গাছের চারা কিনে নিয়ে যায় এবং তারা এটাই বার্তা দেয় প্রতিটি মানুষের আজকের দিনটা বিশেষ করে একটি করে গাছের চারা লাগানো উচিত, তাহলেই অনেকটাই দূষণমুক্ত হবে বলে জানিয়েছেন গাছ প্রেমী মানুষজন, তারা যেমন কিনতে এসেছেন গাছের চারা, প্রীতি মানুষ যাতে এই গাছের চারা কেনে এবং আজকের দিনটা বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করে, তাহলেই অনেকটা দূষণমুক্ত হবে গোটা বিশ্ব।

বর্ধমান শহরের স্বেচ্ছাসেবী সংস্থা কেবিএস কিং ক্লাবের পক্ষ থেকে যে সমস্ত মানুষজন এই লকডাউনের সময় ঘরে গৃহবন্দী অবস্থায় ছিলেন এবং যেভাবে সহযোগিতা করেছেন প্রশাসন কাছে নিজে অসুস্থ এবং এলাকার লোকজন সুস্থ রেখেছেন তাদের হাতে একটি স্মারক সম্মাননা দেয়া হয় এই ক্লাবের পক্ষ থেকে, কার সাথে হাতে একটি করে গাছের চারা ও দেওয়া হয় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে, এরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা

Related posts

২৫শে ডিসেম্বর গুরু পরমানন্দ মহারাজের জন্ম দিবস পালন করা হলো

E Zero Point

বর্ধমান শহরে করোনার ডাবল সেঞ্চুরি, মেমারিতে ৪৮

E Zero Point

মেমারি পৌরসভার প্রশাসক মন্ডলীতে রদবদলঃ অপ্রত্যাশিত ভাবে সরানো হলো সুপ্রিয় সামন্তকে

E Zero Point

মতামত দিন