19/05/2024 : 5:36 AM
আমার বাংলাখেলাদক্ষিণ বঙ্গফুটবলহুগলি

ক্ষুদে ফুটবলার নুর হাসানের পাশে প্লেয়ার্স হিউম্যানিটি-র রহিম নবি

রুপাঞ্জণ রায়ঃ  গত ১৬ই জুন, মঙ্গলবার সৈয়দ রহিম নবি, মেহতাব, প্রীতম কোটাল, সুব্রত পাল দের মতো উল্লেখযোগ্য বাঙালি ফুটবল নক্ষত্রদের তৈরি “প্লেয়ার্স হিউম্যানিটি ” সংস্থা ঘোড়াঘাটা, বাগনান, হাওড়া নিবাসী উঠতি ক্ষুদে ফুটবলার নুর হাসান কে ৩৩,৮০০/- টাকা আর্থিক সাহায্য করল। প্রতিভাবান ক্ষুদে ফুটবলার নুর হাসান ইতিমধ্যেই খেলেছে সাব জুনিয়র বাংলা অনূর্ধ্ব ১৪,হিরো ইউথ লিগ অনূর্ধ্ব ১৫,আই এফ এ ময়ূর কাপ নার্সারি ফুটবল অনূর্ধ্ব ১৫,রিলায়েন্স কাপ অনূর্ধ্ব ১৭ সহ আরো অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। প্রসঙ্গত উল্লেখ্য আম্ফান ঝরে এই দরিদ্র ফুটবলারের বাড়ি বিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এখবর প্রকাশ্যে আসতেই প্রাক্তন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক রহিম নবি র তৎপরতায় প্লেয়ার্স হিউম্যানিটি সংস্থা এই ক্ষুদে ফুটবলারের সাহায্যার্থে এগিয়ে আসে। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুটবল কোচ সাবুর আলী, শিক্ষক শংকর খাড়া, অজয় রায় সহ অন্যান্য আরো অনেকে। প্লেয়ার্স ইউনিটির পক্ষ থেকে ফুটবলার রহিম নবি জানান, তারা সব সময় বাংলা র দুস্থ প্রতিভাবান ফুটবলারদের পাশে রয়েছেন। বাংলার যেকোন প্রান্তে যে কোন ফুটবলারের সমস্যায় তিনি ও তাদের সংস্থা প্লেয়ারস হিউম্যানিটি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত।

Related posts

জামালপুরে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম দুই

E Zero Point

বিজেপির সেবা সপ্তাহ উদযাপন পূর্বস্থলীতে

E Zero Point

পূর্ব বর্ধমানের পাল্লারোডে বাড়িতে আগুন

E Zero Point

মতামত দিন