04/05/2024 : 2:02 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গহুগলি

হরিপালের বিধায়কের উদ্যোগে কলকাতা যাতায়াতের জন্য ৬ টি নতুন বাস পরিষেবা

সুমন চক্রবর্ত্তীঃ করোনা ভাইরাসে অতি মহামারীর উদ্ভূত পরিস্থিতিতে মা মাটি মানুষের নেত্রী যাতায়াতের জন্য পৃথকভাবে ৬ জোড়ামুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর সহযোগিতায় হরিপালের বিধায়ক বেচারাম মান্নার উদ্যোগে হরিপাল, তারকেশ্বর ও কামারকুন্ডু থেকে কলকাতার ধর্মতলা পর্যন্ত সাধারণ মানুষের যাতায়াতের জন্য পৃথকভাবে ৬ জোড়া SBSTC বাসের প্রতিদিন ব্যবস্থা করেছেন।

আজ শুভ উদ্বোধন হল। উদ্বোধন করেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না মহাশয়। উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের ডিভিশানাল ম্যানেজার শুভেন্দু মুখোপাধ্যায়, পরিবহন দপ্তরের ল’ অফিসার মঙ্গল সরেন সহ গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশীষ পাঠক, সুমিত সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মাত্র ৫০ টাকায় হরিপাল থেকে ধর্মতলায় যাওয়া যাবে। আজ বুধবার সকাল ৮ টা এবং সকাল ৮ঃ৩০ টা হরিপাল, তারকেশ্বর ও কামারকুন্ডু পৃথক ভাবে ৬টি বাস আজ শুভ উদ্বোধন হয়। সন্ধ্যা ৬ এবং ৬ঃ৩০ ধর্মতলা ছেড়ে হরিপালে, কামারকুন্ডু এবং তারকেশ্বর আসবে।

Related posts

শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার নন্দেশ্বর শিব ঠাকুরের সামাজিক বিধি মেনে পূজো

E Zero Point

অদ্ভুত ভূতুড়ে কান্ডে ঘর ছাড়া পরিবার

E Zero Point

ছট পুজোয় বস্ত্র বিতরণ

E Zero Point

মতামত দিন