04/05/2024 : 5:41 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বর

মন্তেশ্বরে সরকারি কর্মচারী, মহিলারা দুঃস্থদের পাশে

 আলেক শেখ, কালনা, ২২  জুনঃ  সোমবার সরকারি কর্মচারী ও মহিলারা পাশে দাঁড়ালেন  দুঃস্থ পরিবারের। এদিন  পিপলনে অনুষ্ঠিত  অনুষ্ঠানে  রাজ্য সরকারের কর্মচারী সমূহের  সংগঠন কো-অর্ডিনেশন কমিটির মন্তেশ্বর ব্লক শাখা উদ্যোগে এবং মন্তেশ্বর ব্লক পেনশনার্স সমিতির সহযোগিতায় ১০০জন দুঃস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী সহ বিভিন্ন দ্রব্য তুলে দেওয়া হয়। এছাড়াও ভারতের গনতান্ত্রিক মহিলা সমিতির মন্তেশ্বর আঞ্চলিক কমিটির পক্ষ থেকেও বেশ  কিছু মহিলার হাতে পৃথকভাবে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। তার আগে সরকারি কর্মচারীরা ত্রাণ শিবিরে আসা বৃদ্ধাদের নিজ হাতে মাস্ক পরিয়ে দেন। এই দৃশ্য দেখে অনেকেই বলতে শুনা যায়– শুধু দেওয়ার জন্যই দেওয়া নয়। সরকারি কর্মচারীরা কতটা আন্তরিক হলে তবে এই ভাবে মাস্ক পরিয়ে দিতে পারেন। এই অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন কো-অর্ডিনেশন কমিটির পূর্ব বর্ধমান জেলা আহ্বায়ক প্রনব আইচ, মন্তেশ্বর ব্লক সম্পাদক সুদীপ ভট্টাচার্য,  পেনশনার্স সমিতির ব্লক সম্পাদক ধনঞ্জয় সামন্ত,  গনতান্ত্রিক মহিলা সমিতির পূর্নিমা সামন্ত, বেলী ভট্টাচার্য প্রমুখ। অপরিকল্পিত লকডাউন ও একটার পর একটা প্রাকৃতিক বিপর্যয়ে মানুষ আজ দিশাহারা। অসহায় মানুষের দুবেলা দুমুঠো ঠিকমত অন্ন জুটছে না। সেই পরিস্থিতে দাঁড়িয়ে দুঃস্থ দের হাতে আলু, পেঁয়াজ, সর্ষে তেল, লবন, মুড়ি, বিস্কুট ইত্যাদি তুলে দেওয়া হয়। তার সাথে দেওয়া হয় টিফিন, প্রত্যেককে নগদ পঞ্চাশ টাকা ও মাস্ক।

Related posts

সালারে তৃণমূলের প্রতিবাদ মিছিল

E Zero Point

মেমারিতে করোনা সংক্রমণ রুখতে রেশন দোকানগুলিতে ভিড় না করার আবেদন

E Zero Point

জুম্মাবারের নামাজ পড়ে ফেরার পথে গুলি লেগে মৃত্যু হল তৃণমূল কর্মীর

E Zero Point

মতামত দিন