06/05/2024 : 3:30 PM
আমার বাংলাজামালপুরদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

জামালপুর ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে ধান বীজ বিতরণ

আহাম্মদ মির্জা, জামালপুর: পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের সাহায্যে এবং জামালপুর ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে আত্মা (ATMA)প্রকল্প থেকে সোমবার জামালপুর ব্লকের পঞ্চায়েত সমিতিতে অনুষ্ঠিত হলো উচ্চফলনশীল ধান বীজ এবং অন্যান্য উপকরণ বিতরন শিবির।এই শিবির থেকে জামালপুর ব্লকের প্রায় ১০০ জন চাষির হাতে বীজ ধান এবং ১ বস্তা করে সার তুলে দেওয়া হলো ।

উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান এবং বিডিও শুভংকর মজুমদার এবং পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক, এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি দেবু হেমব্রম সহ ব্লক কৃষি দপ্তরের আধিকারিক বৃন্দ । মেহেমুদ খাঁন বলেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় সব সময়ই চাষীভাইদের পাশে এবং সাধারণ মানুষের পাশে আছেন,চাষিরা যাতে ভালো করে চাষ করতে পারেন তার জন্যই এই উদ্যোগ। বিডিও শুভংকর মজুমদার বলেন  মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আজ আমরা ব্লকের পক্ষ হইতে চাষীদের হাতে ও সার তুলে দিলাম। সরকারের কাছ থেকে বীজ ধান ও সার পেয়ে খুব খুশি এলাকার চাষীরা।

Related posts

লোকাল ট্রেন বন্ধই থাকছে, রাজ্যে ১৫ অগস্ট পর্যন্ত বাড়ানো হল কোভিড নিয়ন্ত্রণ বিধি,

E Zero Point

কান্দি পৌরসভার প্রাক্তন পৌর পিতা গৌতম রায়ের আরোগ্য কামনায় পুজো

E Zero Point

গুরু গোবিন্দ বসু স্মৃতি সংঘের রক্তদান শিবির

E Zero Point

মতামত দিন