01/05/2024 : 7:00 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

বনপাশ সুভাষ স্পোর্টিং এন্ড এ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

আমিরুল ইসলামঃ পূর্ব বর্ধমান জেলার ভাতারের বনপাশ সুভাষ স্পোর্টিং এন্ড এ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে গত ২০ জুন একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো । উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মন্ডল, পূর্ব বর্ধমান বন্যপ্রাণী আধিকারিক জয়ন্ত কুমার ধারা, ভাতার পঞ্চায়েত সমিতির সভাপতি সুন্দরী মাড্ডি, শিক্ষা কর্মাধ্যক্ষ জয়ন্ত হাটি, বনপাশ সুভাষ স্পোর্টিং এন্ড এ্যাথলেটিক ক্লাবের সদস্য ও ভাতারের বিশিষ্ট ব্যক্তিগণ।
প্রায় ৫০ জন রক্তদাতা রক্তদান শিবিরে রক্ত দান করেন। উক্ত রক্ত বর্ধমান মেডিকেল কলেজের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি যে সমস্ত রক্তদাতা এই রক্তদান শিবিরে রক্ত দিতে এসেছিলেন তাদের প্রত্যেকের হাতে একটি করে চন্দন চারা ও মাস্ক তুলে দেয়া হয়।

Related posts

“আমি চিরতরে দূরে চলে যাবো তবু আমারে দেবোনা ভুলিতে”- সম্প্রীতিক কবিকে সশ্রদ্ধ প্রণাম

E Zero Point

হনুমানের অন্তিমক্রিয়ার পর, শ্রাদ্ধ -শান্তিও করা হবে মন্তেশ্বরে

E Zero Point

রেলস্টেশন চত্বরে যানবাহন ঢুকলেই পার্কিং ফি!!! টোটো চালকদের বিক্ষোভ

E Zero Point

মতামত দিন