28/11/2022 : 4:24 PM
BREAKING NEWS
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

বনপাশ সুভাষ স্পোর্টিং এন্ড এ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

আমিরুল ইসলামঃ পূর্ব বর্ধমান জেলার ভাতারের বনপাশ সুভাষ স্পোর্টিং এন্ড এ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে গত ২০ জুন একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো । উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মন্ডল, পূর্ব বর্ধমান বন্যপ্রাণী আধিকারিক জয়ন্ত কুমার ধারা, ভাতার পঞ্চায়েত সমিতির সভাপতি সুন্দরী মাড্ডি, শিক্ষা কর্মাধ্যক্ষ জয়ন্ত হাটি, বনপাশ সুভাষ স্পোর্টিং এন্ড এ্যাথলেটিক ক্লাবের সদস্য ও ভাতারের বিশিষ্ট ব্যক্তিগণ।
প্রায় ৫০ জন রক্তদাতা রক্তদান শিবিরে রক্ত দান করেন। উক্ত রক্ত বর্ধমান মেডিকেল কলেজের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি যে সমস্ত রক্তদাতা এই রক্তদান শিবিরে রক্ত দিতে এসেছিলেন তাদের প্রত্যেকের হাতে একটি করে চন্দন চারা ও মাস্ক তুলে দেয়া হয়।

Related posts

বর্ধমানে ৫০০ জন আশাকর্মীর বিক্ষোভ

E Zero Point

মেমারিতে মুরগি লড়াই খেলা দেখতে বেড়িয়ে, আর ফেরা হলো না বাড়ি : অস্বাভাবিক মৃত্যু

E Zero Point

বিজেপির সাংগঠনিক সভা উঁচুলপুকুড়িতে

E Zero Point

মতামত দিন