11/12/2024 : 8:57 AM
Deepavali/KaliPuja 2024.আমার বাংলাট্রেন্ডিং নিউজদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

কালীপুজো উপলক্ষে মেমারি থানায় রক্তদান শিবির

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৩০ অক্টোবর ২০২৪ :


রক্ত এমন জিনিস যা কোনও মেশিন দিয়ে তৈরি করা যায় না, একজনের প্রয়োজনে অপর ব্যক্তিকে এগিয়ে আসতে হয় রক্তদানের মতো মহৎ উদ্দেশ্যে । বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সারা রাজ্যের জেলার সব ব্লাড ব্যাংকগুলি কার্যত শূন্যের দিকে । রক্তের অভাবে প্রাণ গেছে অনেক মানুষের । সারা বছর জুড়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান করে ব্ল্যাডব্যাঙ্কগুলিতে রক্তের যোগান দিয়ে যাচ্ছে। তবুও প্রয়োজনের তুলনায় যা নগন্য।

এ দিকে কিছুদিন আগে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শেষ হয়ে কালী পুজো শুরু আগামীকাল থেকে। রাজ্যের আইন-শৃঙ্খলা বজায় রাখার সাথে সাথে পুলিশ প্রশাসনের মানবিক রূপ বিভিন্ন সময় আমরা দেখতে পায়। আজ তারই প্রতিচ্ছবি দেখা গেল পূর্ব বর্ধমান জেলার মেমারি থানায়।


বুধবার সকালে পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে ও মেমারি থানার সহযোগিতায় ও মেমারি থানা গ্রাম রক্ষী বাহিনীর পরিচালনায় থানা প্রাঙ্গণে কালীপুজো উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মেমারি থানার ওসি দেবাশীষ নাগের তত্ত্বাবধানে আয়োজিত রক্তদান শিবিরে রক্ত সংগ্রহে সহযোগিতা করেন কলকাতার চার্নক ব্লাড ব্যাঙ্ক। মেমারি থানার পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড, থানা কর্মী সহ এলাকার মানুষ রক্তদান করেন। ৪ জন মহিলা সহ ১১২ জন রক্তদান করেন।

মেমারি থানার মেজবাবু বিশ্বনাথ ঘোষ জিরো পয়েন্টের প্রতিনিধিকে বলেন, মানব দেহের সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান রক্ত। মানুষকে ভালোবেসে যত কাজ করা যায়, তার অন্যতম হলো রক্তদান।  স্বেচ্ছা রক্তদাতারা রক্তবীর। জাতীয় বীর তারাই যারা নিজেদের রক্ত অন্যদের জন্য দান করেন। রক্তের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়াতে হয় মানুষকেই। রক্তদান নিঃসন্দেহে মহৎ ও মানবিক। তবে এর সাথে নানান জটিল দুরারোগ্য ব্যাধী থেকে বাঁচার উপায়ও হলো নিয়মিত রক্তদান।

এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কালনা তেহট্টের ডোনার দা (জনার্দন ঘোষ) যিনি ৭৪ বছর বয়সে ১৭২ বার রক্ত দেওয়ার রেকর্ড করেছেন। তিনি জানান বয়সের ভারে আর সেরকম ভাবে রক্তদান করতে না পারলেও বিভিন্ন রক্তদান শিবিরে গিয়ে সকলকে উৎসাহ দানের কাজ করে চলেছেন।

এসডিপিও সদর সাউথ অভিষেক মন্ডল ও সার্কেল ইন্সপেক্টর বিশ্বজিৎ মন্ডল  রক্তদান শিবিরে উপস্থিত থেকে প্রত্য়েক রক্তদাতাকে একটি করে গোলাপ দিয়ে সংবর্ধনা দেন। এছাড়াও সি আই বিশ্বজিৎ মন্ডল রক্তদান করেন এই শিবিরে। এদিনের রক্তদান শিবিরের শাসকদলের স্থানীয় নেতা ও কর্মীরাও উপস্থিত ছিলেন।

Related posts

ভাতারে সিপিআইএম দলীয় কার্যালয়ের দলীয় পতকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ

E Zero Point

কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ মেমারি ১ ব্লকে

E Zero Point

সচেতনতার সাথে সৌভ্রাতৃত্বের প্রচারে মেমারি থানা

E Zero Point

মতামত দিন