24/04/2024 : 11:50 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

বিজেপি-কংগ্রেস-বাম ছেড়ে ১৫০ জন তৃণমূলে যোগদান সাতগেছিয়ায়

জিরো পয়েন্ট নিউজ – অনন্যা পাল, সাতগেছিয়া, ৮ সেপ্টেম্বর, ২০২০:


২০২১ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস বিভিন্ন দলীয় কর্মসূচির কথা ঘোষণা করেছে । সেই মত মঙ্গলবার কেন্দ্রীয় নীতির প্রতিবাদে বিক্ষোভ সভা এবং মিছিল অনুষ্ঠিত হলো মেমারি ২ ব্লকের সাতগেছিয়াতে ।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মন্তেশ্বের বিধানসভার অন্তর্গত , মেমারি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো। এদিনে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ ইসমাইল , পঞ্চায়েত সমিতির সভাপতি সহ বিশিষ্ট নেতৃত্বেরা ।

ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির নেতৃত্বে প্রায় ১৫০ জন তৃণমূল কংগ্রেসে যোগ দেন বলে দলীয় সূত্রে খবর। তারা কংগ্রেস বিজেপি এবং সিপিআই এম ছেড়ে দিলে যোগ দেন তৃণমূলে ।
দলপরিবর্তন করা এক কংগ্রেস কর্মী জানিয়েছে, কংগ্রেস বামেদের সঙ্গে জোট করেছে । সেটা তারা মানতে পারছেন না । তাই এদিনে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করে।

Related posts

স্নানযাত্রায় মেতে উঠল হুগলির মাহেশ জগন্নাথ মন্দির

E Zero Point

খুনের মামলায় বিজেপি নেতার ফাঁসির দাবিতে বনগাঁ কোর্টে বিক্ষোভ

E Zero Point

৪ বছরের অপেক্ষার অবসানঃ মেমারি ১ ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জির রাজকীয় প্রবেশ পঞ্চায়েত সমিতির অফিস প্রাঙ্গণে

E Zero Point

মতামত দিন