04/05/2024 : 6:42 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বৈদ্যুতিক চুল্লি বিপত্তি কালনায়, শহর জুড়ে চাঞ্চল্য

আলেক শেখ, কালনা, ২৩ জুনঃ  কালনা পৌরসভার  বৈদ্যুতিক চুল্লির সোমবার রাতে বিপত্তি দেখা দিলে শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে দমকল  বাহিনী পৌঁছে যায়।  কালনা  পৌরসভার পৌরপতি দেবপ্রসাদ বাগ জানান– শর্ট সার্কিটের জন্যই এই বিপত্তি।  তবে কিছুক্ষনের মধ্যেই এই বিপত্তি দূর হয়। মঙ্গলবার  ঘন্টা দুইয়েকের মত শবদাহের কাজ বন্ধ রেখে চুল্লির একটি যন্ত্রাংশ পাল্টে দিলেই সব ঠিক হয়ে যাবে।  উল্লেখ্য গত এপ্রিল মাসের ২০ তারিখ রাতে ঝড়ে এই বৈদ্যুতিক চুল্লির  চিউনি ভেঙে দুর্ভোগের  মধ্যে পড়েছিলেন এলাকার মানুষ।  চিউনিটি ভেঙে পড়ার পর মৃতদেহ  দাহ  করা বন্ধ হয়ে যায়। কালনা পৌরসভার পক্ষ থেকে  শ্মশানে নোটিশ ঝুলিয়ে  দিয়ে বলা হয়–চিউনি মেরামত না করা পর্যন্ত   কালনা শ্মশানে মৃতদেহ দাহ বন্ধ থাকবে।  বেশ কয়েকদিন পর চিউনি মেরামতের পর দাহ করার কাজ শুরু হয়।  আবার পৌরসভার সেই নোটিশ জারি হবে না তো ? এই আতঙ্কই  তাড়া করছে কালনাবাসীদের।

Related posts

মোটরসাইকেল চোরের দল গ্রেফতার পূর্ব বর্ধমানে

E Zero Point

অগ্নিমূল্য পেট্রোপন্য, বর্ধমানে সোচ্চার আমজনতা

E Zero Point

যানজট নিয়ন্ত্রণে টোটো চালকদের সাথে বৈঠক মেমারিতে

E Zero Point

মতামত দিন