20/05/2024 : 6:53 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বিত্তবানদের রেশনে বিনামূল্যে ৫ কেজি চাল না নেবার আবেদন করলেন মন্ত্রী স্বপন দেবনাথ

নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ সমাজের বিত্তবানদের কাছে রেশনে বিনামূল্যে ৫ কেজি চাল না নেবার আবেদন জানালেন রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। বুধবার জেলার খাদ্য দপ্তরের বৈঠক থেকে এই আবেদন জানালেন স্বপনবাবু। এদিন এই বৈঠকে হাজির ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহকারী সভাধিপতি দেবু টুডু, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মেহেবুব মণ্ডল সহ জেলা পরিষদের একাধিক কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির সভাপতি ও খাদ্য কর্মাধ্যক্ষরাও। হাজির ছিলেন বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক (খাদ্য) হুমায়ুন বিশ্বাস, জেলা খাদ্য দপ্তরের আধিকারিকরাও।

জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মেহেবুব মণ্ডল জানিয়েছেন, পূর্ব বর্ধমান জেলায় মোট ৫৫ লক্ষ ৪ হাজার ৭৭০ জনসংখ্যার মধ্যে ৫১ লক্ষ ২১ হাজার ৪৪৪জনকে রেশন কার্ডের মাধ্যমে খাদ্য সরবরাহ করা হচ্ছে। এছাড়াও যাঁরা এখনও ডিজিটাল রেশন কার্ড পাননি বা যাঁদের কাছে রেশন কার্ড নেই তাঁদের জন্য চালু করা হয়েছে ফুড কুপন বা স্পেশাল কুপনও।

Related posts

গান্ধী-জয়ন্তী উপলক্ষ্যে বৃক্ষরোপণ করল দুর্গাপুরের স্বেচ্ছাসেবী সংস্থা

E Zero Point

মানুষের সেবায় শ্রীরামপুর গ্রামীণ হাসপাতাল

E Zero Point

দুস্থ বাচ্চাদের বস্ত্রদান

E Zero Point

মতামত দিন