29/11/2023 : 5:36 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বর্ধমানের সর্বমঙ্গলা পাড়ায় তৃণমূল পার্টি অফিসের সামনে বজরংবলীর মূর্তি প্রতিষ্ঠা

নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ গত ২৩ জুন বর্ধমান শহরে সর্বমঙ্গলা পাড়া এলাকায় তৃণমূল পার্টি অফিসের সামনে, বজরং বলীর মূর্তি বসিয়ে প্রাণ প্রতিষ্ঠা করা হলো। সামাজিক বিধি মেনে কয়েকজন ভক্তকে নিয়ে তৃণমূল নেতা জয়দেব মুখার্জির উদ্যোগে চার ফুটের পাথরের বজরংবলীর মূর্তি বসানো হয়। তিনি জানান বিগত ৯ বছর আগে ওই তৃণমূল পার্টি অফিসের পিছনে একটি হনুমানের বাচ্চা মারা যায় সেই বাচ্চাটিকে মাটি দেয়া হয় বট গাছের নিচে তখন থেকেই সেখানে হনুমানের পুজো প্রতি মঙ্গলবার এবং শনিবার করা হয়। তাই রথ যাত্রার দিন গত মঙ্গলবার প্রাণ প্রতিষ্ঠা করা হলো।

Related posts

মঙ্গলকোট স্পোর্টস একাডেমীর ৫০ জন যুবক দিশা পেল

E Zero Point

জীবন্ত মা দুর্গার আরাধনায় মন্ত্রী স্বপন দেবনাথ

E Zero Point

ভোটের খবরঃ সরকারে এলে আমরা বিক্রী হবো না- বাম প্রার্থী সনৎ ব্যানার্জী

E Zero Point

মতামত দিন