06/05/2024 : 2:06 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য অভিনব আঙ্গিকে প্রতিবাদ দাঁইহাটে

আলেক শেখঃ পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির এক  অভিনব  প্রতিবাদ দেখলো পূর্ব বর্ধমান জেলার দাঁইহাট পৌরসভার মানুষ। রবিবার  ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের   কাটোয়া- ২ আঞ্চলিক কমিটির উদ্যোগে  একটি  বাইককে শব সাজিয়ে মিছিল হয়।  যুব কর্মীরা ছাড়াও  অন্যান্য বাম গণ সংগঠনগুলির  কর্মীরাও এই মিছিলে অংশগ্রহণ করেন।  মিছিলের সামনে যুবরা কাঁধে করে বাইকের শব বহন করছেন আর পিছনে  কেন্দ্রীয় সরকারের জনবিরোধী শ্লোগান দিতে দিতে অন্যান্যরা হাঁটছেন। এই অভিনব প্রতিবাদ মিছিল  ঘিরে   সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনাও  ছিল তুঙ্গে। তাই তারা দোকান বা বাড়ির বাইরে এসে  রাস্তার দুদিকে দাঁড়িয়ে মিছিল প্রত্যক্ষ করেন।  বিজেপি তৃণমূলের জনবিরোধী নীতির  বিরুদ্ধে কেউ কেউ  মতামতও  ব্যক্ত করেন।   দাঁইহাট পৌর মার্কেট থেকে মিছিল শুরু হয়ে বাজার পর্যন্ত মিছিল শেষে পথসভার মধ্য দিয়ে কর্মসূচী শেষ হয়।  মিছিলের নেতৃত্ব দেন সংগঠনের আঞ্চলিক কমিটির সভাপতি  বাবর আলী সেখ।  পথসভায়  বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য কমিটির অন্যতম সদস্য  কিংশুক মণ্ডল। তিনি বলেন–টানা লকডাউন ও আমফান ঘূর্ণি ঝরে কারনে মানুষের অর্থনৈতিক জীবন যখন বিপর্যস্ত, রোজগার নেই সেই সময়ে পেট্রোল ডিজেলের একটানা মূল্যবৃদ্ধি করে চলেছে কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে রাজ্য সরকার মৌনব্রত পালন করে  কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী পদক্ষেপকে সমর্থন করছে। তাই মানুষের পকেট কাটার বিরুদ্ধে লড়াই করছি আমরা বামপন্থীরাই। সাধারণ মানুষকেই সংগঠিত করে এই লড়াইকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে।

Related posts

পঞ্চায়েত ভোটের প্রার্থী, দলই সিদ্ধান্ত নেবেঃ বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী

E Zero Point

কান্দিতে হনুমান পূজার নিরঞ্জনে বিশাল শোভাযাত্রা

E Zero Point

জগদ্ধাত্রী পুজোর মেলার আড়ালে চলছে জুয়ার আসর

E Zero Point

মতামত দিন