30/04/2024 : 7:52 PM
আমার বাংলাকাটোয়াদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

ছাত্র-যুবর দীর্ঘ সাইকেল মিছিল, বিক্ষোভ সভা কেতুগ্রামে

আলেক শেখ, কাটোয়া, ২৯ জুনঃ পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং এলাকার বিভিন্ন বেহাল রাস্তা দ্রুত সংস্কারের দাবীতে দীর্ঘ সাইকেল মিছিল ও বিক্ষোভ সভা করে ছাত্র-যুবরা। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও ভারতের ছাত্র ফেডারেশন কেতুগ্রাম ১, ২ আঞ্চলিক কমিটির উদ্যোগে সোমবার সকালে কোমরপুর থেকে চরখি পর্যন্ত ১৫ কিমি প্রতিবাদী সাইকেল মিছিল সংগঠিত হয়। মিছিল নিরোল, পাচুন্দী, বারান্দা প্রভৃতি গ্রাম প্রদক্ষিণ করে। কোমরপুর, ভুলকুড়ি ও চরখিতে বিক্ষোভ সভাও হয়। বক্তব্য রাখেন— যুবর রাজ্য কমিটির সদস্য কিংশুক মণ্ডল, ছাত্র নেতা অয়ন ঘোষ, সুভাষ পাল, মিজানুল কবির প্রমুখ। বক্তারা বলেন–টানা লকডাউন ও আমফান ঘূর্ণি ঝরে কারনে মানুষের অর্থনৈতিক জীবন যখন বিপর্যস্ত, রোজগার নেই সেই সময়ে পেট্রোল ডিজেলের একটানা মূল্যবৃদ্ধি করে চলেছে কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে রাজ্য সরকার মৌনব্রত পালন করে  কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী পদক্ষেপকে সমর্থন করছে। অন্যদিকে এলাকার রাস্তা-ঘাট দীর্ঘদিন থেকে সংস্কারের অভাবে চাষ করার উপযুক্ত হয়ে উঠেছে। ক্ষোভে অভিমানে সেখানকার মানুষ-জন কর্দমাক্ত রাস্তায় ধানের চারা পুঁতে দিচ্ছেন, জাল দিয়ে প্রতীকী মাছ ধরছেন। মানুষের এই চরম সংকটের সময়ে তাঁদের পাশে দাঁড়িয়ে লড়াই করছে বামপন্থীরাই। সাধারণ মানুষকেও সংগঠিত করে এই লড়াইকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে।

Related posts

পুলিশ যদি বাক স্বাধীনতা কেড়ে নেয়, তাহলে তা রক্ষা করতে আদালত এগিয়ে আসে

E Zero Point

মুর্শিদাবাদের সামসেরগঞ্জে নদী ভাঙ্গনে নিঃস্ব ধানঘড়াবাসী

E Zero Point

ঠাকুরনগরে বাম ছাত্র- যুবদের রক্তদান শিবির

E Zero Point

মতামত দিন