07/05/2024 : 8:07 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বর

ফুড কুপন না মেলায় মন্তেশ্বরে পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ

আলেক শেখঃ ফুড কুপন, কাজ প্রদান  সহ বিভিন্ন দাবি নিয়ে বুধবার  মন্তেশ্বর বিডিও অফিসে বিক্ষোভ দেখায় পাঁচ শতাধিক  পরিযায়ী শ্রমিক।  তাঁদের দাবি  মন্তেশ্বর ব্লকে পাঁচ থেকে ছয় হাজার  পরিযায়ী শ্রমিক  বাড়ি ফিরে এসেছে।  লকডাউনের সময় কোন সরকারি সাহায্য ছাড়াই  যে যার মতো করে নিজের  বাড়ি  ফিরেছে।  পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য ১০০ দিনের কাজ ও খাদ্য সামগ্রী দেওয়ার কথা ঘোষণা করেছে।  কিন্তু  আজ পর্যন্ত মন্তেশ্বর ব্লকের  কোন পরিযায়ী শ্রমিকের নিকট সেই সাহায্য  বা সহায়তা  পৌঁছায়নি বলে অভিযোগ।   এই সমস্যা নিয়ে এদিন  মন্তেশ্বর  ব্লক আধিকারিক  বিপ্লব  দত্ত কয়েকজন পরিযায়ী শ্রমিক প্রতিনিধির সাথে আলোচনায় বসেন।  কিন্তু আলোচনা ফলপ্রসূ হয়নি বলে জানান–পরিযায়ী শ্রমিক প্রতিনিধি ইয়াকুব শেখ।    আগামী কয়েক  দিনের মধ্যে  বৃহত্তর আন্দোলন হবে এই  বিডিও অফিসেই   বলে তিনি  হুঁশিয়ারি  দেন।  এ বিষয়ে  ব্লক আধিকারিক বিপ্লব দত্তের সাথে কথা বলার জন্য ফোন করা হয়। কিন্তু ফোন অন্য নম্বরে ফরোয়ার্ড করা  থাকায় তা পাওয়া যায়নি।

Related posts

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দান

E Zero Point

তৃণমূল-ছাত্রপরিষদের ভার্চুয়াল সভার প্রস্তুতি কাটোয়ায়

E Zero Point

শহীদদের নিয়ে রাজনীতি করবেন আর বিরোধীদের শহীদ বানাবেনঃ দিলীপ ঘোষ

E Zero Point

মতামত দিন