19/04/2024 : 3:31 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপান্ডুয়াহুগলি

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব বিক্ষোভ কর্মসূচি পান্ডুয়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কর্মীদের

স্টাফ রিপোর্টার, পাণ্ডুয়াঃ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল বিভিন্ন রেল স্টেশনে রেল বেসরকারিকরণের কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচির পর, আজ বুধবারে ও অভিনব বিক্ষোভ কর্মসূচি দেখতে পাওয়া গেল। হুগলি জেলার পান্ডুয়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পান্ডুয়া পঞ্চায়েতের সদস্য সৌরভ ব্যানার্জীর নেতৃত্বে যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা নিজ নিজ বাড়ির সামনে গ্যাস সিলিন্ডারে সংগঠনের দাবি-দাওয়া লিখে অবস্থান-বিক্ষোভ করেন। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ও রান্নার গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে তারা বাড়ির উঠোনে কাঠ ঘুটে দিয়ে উনুন জ্বালিয়ে রান্না করেন।


এই কর্মসূচি প্রসঙ্গে পান্ডুয়া পঞ্চায়েতের প্রাক্তন সদস্যা রেখা ব্যানার্জি জানান, বর্তমানে কোভিড মহামারীর কারনে লকডাউন চলছে। তাই দলনেত্রী নির্দেশ অনুযায়ী কোনরকম জমায়েত না করেই এলাকার যুব তৃণমূল কর্মীরা নিজ নিজ বাড়ি বসেই প্রতিবাদ করছেন ও এলাকার মানুষকে সচেতন করছে। আমার ছেলে এলাকার পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল ব্লক যুব কংগ্রেসের সভাপতি। সচেতন নাগরিক হিসেবে তার দায়িত্ব যেন এলাকায় অকারণ জমায়েত না হয়। কিন্তু এই পরিস্থিতিতে প্রতিবাদ দেখানো জরুরী। ওদের এই অভিনব প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে আমি বিশেষ গর্বিত।

Related posts

আলু চাষে ব্যবহৃত সারের কালোবাজারির অভিযোগ মেমারিতে

E Zero Point

বেআইনি মদ উদ্ধার মেমারিতে

E Zero Point

ঋণগ্ৰস্থ চাষী আত্মঘাতী পূর্ব বর্ধমানে

E Zero Point

মতামত দিন