04/05/2024 : 4:23 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

১০০ দিনের কাজের দাবিতে অবরোধ পূর্বস্থলীতে

আলেক শেখ, কালনাঃ পাশের বুথে ১০০ দিনের প্রকল্পে কাজ চলছে, অথচ নিজেদের বুথে কোন কাজ নেই— এই অভিযোগ তুলে শনিবার সড়ক অবরোধ করে একদল গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী-১ পঞ্চায়েত সমিতির জাহাননগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। পাশের একটি বুথে ১০০ দিনের কাজ বেশ কিছু  দিন ধরে চালু থাকলেও,  তাঁদের বুথে কোন কাজ নেই।  আবার পাশের বুথে ১০০ দিনের কাজ করতে  চাইলেও কাজ করতে দেওয়া হয়নি বলে একদল মানুষের অভিযোগ।  সেখানকার  পঞ্চায়েত সদস্য সরাসরি বলে দেন– বাইরের বুথের কোন শ্রমিককে কাজ দেওয়া যাবে না।  আপনাদের বুথে যখন কাজ শুরু হবে– তখন আপনারা কাজ পাবেন। আপনারা এখন অপেক্ষা করুন।  মানুষ কবে কাজ শুরু হবে, তার অপেক্ষায় থাকতে থাকতেই শুক্রবার  সেই বুথে কাজ শুরু হয়ে যায়। দেখা যায় সেখানে স্থানীয়দের বাদ দিয়ে বহিরাগত শ্রমিকরা কাজ করছেন। কাজে বাধা দিয়ে বহিরাগত শ্রমিকদের হটিয়ে দেন স্থানীয়রা।  তার পরেই কাজের দাবিতে জাহাননগর মোড়ে এস টি কে কে সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় পঞ্চায়েত প্রধান সুভাষ ঘোষ সবাইকে ১০০ দিনে কাজ দেওয়া হবে আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।

Related posts

কৃষি বিলের প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ কালনায়

E Zero Point

তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের করোনায় মৃত্যু

E Zero Point

কুড়ি কেজি দুধে স্নান তৃণমূল কর্মীর!!!

E Zero Point

মতামত দিন