19/05/2024 : 12:52 PM
আমার বাংলাকলকাতা

‘বিনা চিকিৎসায়’ ছেলের মৃত্যু, তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ মা

বিশেষ প্রতিবেদনঃ গত শনিবার ভোর ৫টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অসুস্থ ছেলেকে নিয়ে রাজ্যের বিভিন্ন হাসপাতালে ঘুরেছেন দম্পতি। করোনা সন্দেহে সকলেই তাদের ফিরিয়ে দেয় বলে অভিযোগ। কামারহাটি ইএসআই, সাগরদত্ত হাসপাতাল ও একটি নার্সিংহোমের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।  এরপর রোগীর মা আত্মহত্যার হুমকি দেওয়ায় কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি নেওয়া হয় তাঁকে। কিন্তু পরিবার জানায়, সেখানেও চিকিৎসা না করে দীর্ঘক্ষণ ফেলে রাখা হয় রোগীকে। শুক্রবার দিনভর হয়রানির পর রাতেই মৃত্যু হয় তরুণের।

গত রবিবার সকালে ছেলের মৃত্যুতে দোষীদের শাস্তি চেয়ে বেলঘড়িয়া থানায় এফআইআর দায়ের করেছেন সন্তানহারা দম্পতি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিস।

গতকাল ইছাপুরের কিশোরের মৃত্যুতে নিরপেক্ষ তদন্ত দাবি করলেন মৃতের মা। কলকাতা হাইকোর্টের প্রধানবিচারপতির দ্বারস্থ হয়ে ময়নাতদন্ত ও নিরপেক্ষ তদন্ত চেয়েছেন তিনি। যোগাযোগ করেছেন প্রধানবিচারপতির সচিবালয়ে। তাঁকে আপাতত মৌখিকভাবে অনলাইনে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে সচিবালয়ের পক্ষ থেকে। আজ থেকেই জরুরি ভিত্তিতে শুনানি চেয়েছেন মৃত কিশোরের মা।

Related posts

ত্রিপাক্ষিক বৈঠকে পূর্বস্থলীর তাঁত কলগুলির খোলার সিদ্ধান্ত

E Zero Point

বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে মাস্ক বিলি বর্ধমানে

E Zero Point

সন্দেহবশত যুবককে ব্যাপক মারধর ভাতারে

E Zero Point

মতামত দিন